আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট শর্ট ফিল্মে সুন্দরবন সমন্বিত স্থান পেল সুন্দরবনের বেলা।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রবিবার কলকাতা শহীদ সূর্ষ সেন ভবনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যাল।আর এই ফিল্ম ফেস্টিভ্যালে ৩৭ টি শর্ট ফিল্ম স্থান পায়।এদিন সকাল ৯ টায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়।ফিল্ম ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম দেখানো শেষ হলে পুরস্কার বিতরণ করা হয়।এই ফিল্ম ফেস্টিভ্যালে পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সুন্দরবনের বেলা কে বেস্ট শর্ট ফিল্মের সুন্দরবন সমন্বিত হিসাবে ঘোষণা করা হয়।এই ফিল্মের কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালক বিশ্বজিৎ পালের হাতে বেস্ট শর্ট ফিল্ম সুন্দরবনের বেলা সুন্দরবন সমন্বিত অর্য়াড এবং শংসাপত্র তুলে দেয় ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান অতিথি তথা চলচ্চিত্র পরিচালিকা কাজরী মোদক ও জয়ন্ত দাশগুপ্ত।সুন্দরবনের জল জঙ্গল এবং মানুষের গল্প নিয়ে তৈরি হয় ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সুন্দরবনের বেলা।এই ফিল্মে সুন্দরবনের বাঘ বিধবাদের এক করুন কাহিনী ফুটিয়ে তোলা হয়।আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের টেকনিক্যাল হেড অয়ন রায় জানান আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে তৃতীয় বর্ষে পদার্পণ করল এবারে।এই ফিল্ম ফেস্টিভ্যালে ৩৭ টি শর্ট ফিল্ম অংশগ্রহণ করেছে।
এদের মধ্যে বেস্ট শর্ট ফিল্ম সুন্দরবন সমন্বিত হিসেবে বিবেচিত হয় পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সুন্দরবনের বেলা।এই ফিল্মে কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালক বিশ্বজিৎ পালের হাতে তুলে দেওয়া বেস্ট শর্ট ফিল্ম সুন্দরবন সমন্বিত অর্য়াড ও শংসাপত্র।আগামী দিনে আর বড় ধরনের ফিল্ম ফেস্টিভ্যালে উদ্যোগ থাকবে আমাদের।এদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন কলাকুশলীদের ভিড় ছিল চোখে পড়ার মতন।
এদের মধ্যে বেস্ট শর্ট ফিল্ম সুন্দরবন সমন্বিত হিসেবে বিবেচিত হয় পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সুন্দরবনের বেলা।এই ফিল্মে কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালক বিশ্বজিৎ পালের হাতে তুলে দেওয়া বেস্ট শর্ট ফিল্ম সুন্দরবন সমন্বিত অর্য়াড ও শংসাপত্র।আগামী দিনে আর বড় ধরনের ফিল্ম ফেস্টিভ্যালে উদ্যোগ থাকবে আমাদের।এদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন কলাকুশলীদের ভিড় ছিল চোখে পড়ার মতন।