ক্যানিংয়ে আয়োজিত হলো টাইফয়েড সচেতনতা শিবির ।

ক্যানিংয়ে আয়োজিত হলো টাইফয়েড সচেতনতা শিবির ।

নুরসেলিম লস্কর, ক্যানিং : শনিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং টাউনের রাজার লাট পাড়ায় ডাঃ পি. কে. পালের চেম্বারে এক অনন্য সেমিনারের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল “টাইফয়েড জ্বরের কারণ ও প্রতিকারের উপায়”। আর এদিন সেমিনারের পাশাপাশি কবিতা পাঠ, গল্প পাঠ এবং নাটকের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয় উপস্থিত সকলের কাছে।

সেই সঙ্গে এদিন এই সাচেতনতা মূলক অনুষ্ঠানে ক্যানিং বায়োকেমিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক ও ছাত্র–ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। সম্মাননা প্রাপকদের মধ্যে ছিলেন ডাঃ লিয়াকত আলি লস্কর, ডাঃ দেবশ্রী ঘোষ, ডাঃ সাবিনা ইয়াসমিন, ডাঃ প্রিতিলতা নায়েক, শিবানী দাস, অন্যান্য মণ্ডল, সাহিদা লস্কর প্রমুখ। আর সচেতনতা বার্তা, সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি এদিন অনুষ্ঠান প্রাঙ্গনে যাদবপুর দলমাদল (গ্রুপ থিয়েটার)-এর সদস্যরা তাঁদের জনপ্রিয় নাটক “চাল চাই”–এর একটি অংশ পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। আর নাট্য দলের সদস্যদের পাশাপাশি সেই সঙ্গে এদিন ক্যানিং বায়োকেমিক মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী সাবিনা সেখ, নিশিকান্ত দাস, বাকিবিল্লাহ গাজী, সানিয়া পারভিন, মিনারা সেখ, প্রীতি মাইতি, নাজমা লস্কর প্রমুখ তাঁদের অভিনয় পরিবেশন করেন।
 

 আর সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা এবং সেমিনারের মূল বক্তার দায়িত্ব পালন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ পি. কে. পাল। তিনি টাইফয়েড জ্বর প্রতিরোধে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশুদ্ধ পানীয় জল ব্যবহার, ও সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।আর এদিন স্থানীয় চিকিৎসক, শিক্ষার্থী ও নাট্যদলের সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচি এলাকায় স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়েরও এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন