আবার তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়! ঝিল থেকে উদ্ধার ছাত্রীর দেহ, চাঞ্চল্য ক্যাম্পাসে ।

আবার তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয় ! ঝিল থেকে উদ্ধার ছাত্রীর দেহ, চাঞ্চল্য ক্যাম্পাসে ।

সুন্দরবন টিভি নিউজ ডেক্স, যাদবপুর : আবারও চাঞ্চল্য যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। বৃহস্পতিবার সন্ধেয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের পাশের ঝিল থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। রাত ১০টা নাগাদ কেপিসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পড়ুয়াদের একাংশের দাবি, ঘটনার কিছু আগে অনামিকা বন্ধুদের সঙ্গে ঝিলপাড়ে বসেছিলেন। ঠিক কীভাবে তিনি জলে পড়লেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত চার নম্বর গেটের কাছে পার্কিং লটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, যেখানে উপস্থিত ছিলেন ওই ছাত্রীও। এরপর অনুষ্ঠানস্থলের অদূরে ঝিলের ধারে মেলে তাঁর নিথর দেহ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝিল সংলগ্ন ইউনিয়ন রুমের পাশের অংশ থেকে অনামিকা জলে পড়ে যেতে পারেন বলে প্রাথমিক অনুমান। তবে ওই জায়গাটি সিসিটিভি ক্যামেরার আওতায় নয়, ফলে ঘটনার স্পষ্ট ছবি মেলেনি। প্রশ্ন উঠছে—অনুষ্ঠানের মাঝে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, কেন কারও নজরে এল না?শুক্রবার সকালে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ ও সময় জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

     আর ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে নেমে এসেছে শোকের ছায়া। ইংরেজি বিভাগের সহপাঠীরা কার্যত স্তব্ধ। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। অনামিকার পরিবার বৃহস্পতিবার রাতেই হাসপাতালে পৌঁছয়; কন্যার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁরা। আর এই মর্মান্তিক ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক ডাকার কথা ভাবছে বলে সূত্রের খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন