হাজার হাজার অসহায় মানুষ বিধায়কের অনুদানের অপেক্ষায়

হাজার হাজার অসহায় মানুষ বিধায়কের অনুদানের অপেক্ষায়



সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং 

কেউ অসহায় দরিদ্র,কেউ হকার,আবার কেউ দীনমজুরের কাজ করে কোন রকমে জীবন জীবিকা নির্বাহ করেন। আসন্ন দুর্গাপুজোয় সেই সমস্ত হত দরিদ্র পরিবার উৎসব মূখর দিন গুলোতে আনন্দে সামিল হতে বদ্ধ পরিকর। কিন্তু তাঁদের আর্থিক স্বচ্ছলতা নেই। যাঁদের এক মুঠো অন্ন সংস্থানের জন্য চাতকের মতো অপেক্ষা করতে হয়।হাড়হীম করা পরিশ্রম করতে হয়।তাঁদের কাছে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন একেবারেই বিলাসীতা!তবে এই সমস্ত পরিবার গুলো স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের সৌজন্যে। কারণ একমাত্র ক্যানিং পশ্চিমের বিধায়ক প্রতিবছরই হাজার হাজার দরিদ্র অসহায় মুটে,মজদুর হকার, রিক্সাচালক, মৎস্যজীবি পরিবার পরিজনদের হাতে তুলে দেন নতুন বস্ত্র, পুজোর খরচ এমন কি দুরারোগ্য রোগের চিকিৎসা খরচও।  দুর্গা পুজো আসন্ন। তাই এমন সব হাজার হাজার পরিবার চাতকের মতো তাকিয়ে রয়েছেন মানবিক বিধায়কের উদ্যোগের দিকে। বিধায়ক পরেশরাম দাস জানিয়েছে, ‘আমার বিধানসভা এলাকায় সকল মানুষ যাতে আনন্দ উসবে সামিল হয় সেদিকে নজর থাকে। তাঁদের কে সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি।চলতি বছর ও তার অন্যথা হবে না।মহালয়া থেকে শুরু হবে সেই কর্মযঞ্জ। কারণ আমার বিধানসভা এলাকার সমস্ত মানুষজন ভগবান তুল্য। তাঁরাই তো আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। ’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন