কুতুব উদ্দিন মোল্লা, বাসন্তী : দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের বাসন্তী ব্লক আমঝাড়া গ্রামে। গৃহবধূরা প্রতিনিয়ত বিশাল ব্যস্ততার মধ্যে সারাদিন বিভিন্ন সমস্যার সমাধানে ব্যস্ত থাকেন বাড়ির কাজে।সেই বিশাল ব্যস্ততার মধ্যে থেকেও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে। গৃহবধূরা সবুজ পরিবেশ তৈরীতে মনোনিবেশ করলেন গৃহ বধূরা।আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের মাস্টার পাড়া গ্রামে রাস্তার দু ধার ধরে প্রায় কয়েক হাজার তালের আটি রোপণ করেন গৃহ বধুরা। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে,প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে এবং পানীয় জলের সঙ্কট থেকে মুক্তি পেতে একমাত্র অজস্র তালের আটি ও বৃক্ষ রোপণ ছাড়া অন্য কোন পথ নেই।সেই সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ এবং নদীবাঁধ রক্ষা করার উপযুক্ত হাতিয়ার বৃক্ষরোপণ।সেই সমস্ত চিন্তাভাবনা কে মাথায় রেখে এবং স্বচ্ছ সবুজ পরিবেশ গড়ে তুলতে এগিয়ে এলেন এলাকার সমাজসেবী ফারুক আহমেদ ও গৃহবধূরা। রাস্তার ধারে বৃক্ষ ও ম্যানগ্রোভ চারা রোপণ করেন। গৃহবধূদের এমন কর্মকান্ড দেখে এলাকার অসংখ্য পুরুষরা গৃহবধূদের পাশে দাঁড়িয়ে বৃক্ষ ও চারাগাছ রোপণ করেন।রাস্তার ধারে কয়েক হাজার তালের আঁটি রোপন করেন।
এ প্রসঙ্গে সমাজসেবী ফারুক আহমেদ সরদার বলেন ‘সুন্দরবনের বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করেছে কিছু দুষ্কৃতি এবং প্রাকৃতিক দুর্যোগ। গৃহবধূরা তালের আটি রোপণ করে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্য ফিরিয়ে দিতে যে উদ্যোগ গ্রহণ করছেন তা সত্যিই প্রশংসনীয়।প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে সুন্দরবন রক্ষার জন্য।তবেই বাঁচবে সুন্দরবন ।
অন্যদিকে সামাজিক ভাবে গৃহবধূদের এমন কাজ কে এলাকার জনসাধারণ থেকে শুরু করে এবং পরিবেশপ্রেমীরা সাধুবাদ জানিয়েছেন গৃহবধূদেরকে।