ডায়মন্ড হারবার পুলিশের মানবিক রূপ। থানার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির।

ডায়মন্ড হারবার পুলিশের মানবিক রূপ। থানার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির।

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার : সমগ্র রাজ্যে যখন বিভিন্ন জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ঘাটতি চরমে, ঠিক সেই সময় মানবিকতার নজির গড়ল ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশ আধিকারিকরা। রাজ্যের নানা প্রান্তে রক্ত সংকটে ভুগতে থাকা মুমূর্ষ রোগীদের সাহায্য করতে এবং রক্তের ঘাটতি কিছুটা হলেও মেটাতে শুক্রবার থানার উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির।

এদিন থানার ওসি সুমন ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত এই শিবিরে জিআরপি পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। শিবিরে উপস্থিত রক্তদাতাদের উৎসাহিত করতে আসেন এসডিপিও সাকিব আহমেদ, ডায়মন্ড হারবার থানার ওসি অমরজিৎ বিশ্বাস, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদারসহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা।

   আর উপস্থিত অতিথিরা এদিন রক্তদাতাদের সামাজিক দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে আরও বেশি মানুষের এগিয়ে আসার আহ্বান জানান। “রক্তদান মহৎ দান, রক্ত দিয়ে বাঁচান প্রাণ”—এই স্লোগানের মধ্য দিয়ে দিনভর শিবিরে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। আর ডায়মন্ড হারবার পুলিশের এই উদ্যোগ একদিকে যেমন রক্তের ঘাটতি পূরণে সহায়ক হবে, তেমনি স্থানীয় মানুষদের মধ্যে রক্তদানের প্রতি সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার জিআরপি থানার এই রক্তদান শিবির প্রশংসা কুড়িয়েছে সকলের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন