মহালয়ায় সুন্দরবনে ব্যাঘ্র বিধবাদের মিলন উৎসব ।
পলাশ তরফদার, বাসন্তী : দক্ষিন ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি তে ব্যাঘ্র আক্রান্ত পরিবার মায়েদের নিয়ে মিলন উৎসব আয়োজন করেন সুমনা এন্ড ফ্রেন্ড এক স্বেচ্ছাসেবী সংস্থা। সুন্দর বনে বাঘে আক্রান্ত পরিবারগুলিকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা কাজ করছে এই সংস্থা। মিলন উৎসবের মধ্য দিয়ে শুভ শারদীয়ার মহালয়া দেবি পক্ষ সূচনা নুতন বস্ত্র বিতরণ।এই সমস্ত পরিবারের জীবন জীবিকা নির্বাহ জন্য মৎস্য চাষ, কিচেন গার্ডেন, পশুপালন জন্য সহোযোগিতা এগিয়ে। কৃষ্ণা রায়, পারুল সরকার, ও প্রভা ডাকুয়া, পূর্নিমা রায় দের মতন টাইগার এফেক্ট এবং দুস্থ পরিবারের মহিলারা ভীষন খুশী এই ধরনের সহযোগিতা পেয়ে।
পলাশ তরফদার, বাসন্তী : দক্ষিন ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি তে ব্যাঘ্র আক্রান্ত পরিবার মায়েদের নিয়ে মিলন উৎসব আয়োজন করেন সুমনা এন্ড ফ্রেন্ড এক স্বেচ্ছাসেবী সংস্থা। সুন্দর বনে বাঘে আক্রান্ত পরিবারগুলিকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা কাজ করছে এই সংস্থা। মিলন উৎসবের মধ্য দিয়ে শুভ শারদীয়ার মহালয়া দেবি পক্ষ সূচনা নুতন বস্ত্র বিতরণ।এই সমস্ত পরিবারের জীবন জীবিকা নির্বাহ জন্য মৎস্য চাষ, কিচেন গার্ডেন, পশুপালন জন্য সহোযোগিতা এগিয়ে। কৃষ্ণা রায়, পারুল সরকার, ও প্রভা ডাকুয়া, পূর্নিমা রায় দের মতন টাইগার এফেক্ট এবং দুস্থ পরিবারের মহিলারা ভীষন খুশী এই ধরনের সহযোগিতা পেয়ে।
অনুষ্ঠানের উদ্যোক্তা সুমনা এন্ড ফ্রেন্ড চেয়ারম্যান সুমনা সেনগুপ্ত বলেন, “ বাঘে আক্রান্ত পরিবারগুলির পাশে থাকুক সরকার। পরিবারের একমাত্র রোজগার করা মানুষটা বাঘের পেটে চলে গেলে কিভাবে পরিবারটা ছাড়খার হয়ে যায় সেটা আমি সামনে থেকে দেখেছি। সংগঠনের সদস্য রুপম দাস, নীলিমা সেনগুপ্ত বলেন পূজার কয়েকটি দিন মায়েরা যাতে নিশ্চিতে কাটাতে পারেন তাই কিছু মানুষকে সাথে নিয়ে এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করছি"। সারা দিনের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত, বস্ত্র বিতরণ,খাওয়া দাওয়া করে খুশি ব্যাঘ্র বিধবা মায়েরা।