“বছরের পর বছর পেমেন্ট বকেয়া” — আলিপুরে অবস্থান বিক্ষোভে PHE ঠিকাদাররা ।

“বছরের পর বছর পেমেন্ট বকেয়া” — আলিপুরে অবস্থান বিক্ষোভে PHE ঠিকাদাররা ।

বাইজিদ মন্ডল, আলিপুর : জল জীবন সহ অন্যান্য কাজের দীর্ঘ বকেয়া পেমেন্টের দাবিতে ১৮ই সেপ্টেম্বর দুপুর ১২ থেকে আলিপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার মহাশয়ের অফিসের সামনে ধর্না ও শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলেন দক্ষিন চব্বিশ পরগনা জেলা PHE কনটেক্টার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে। এখানে জেলার বিভিন্ন এলাকা থেকে এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন। 

এদিন দক্ষিন চব্বিশ পরগনা জেলা PHE কনটেক্টার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জানান, সরকারি পাওনা পরিশোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ এই প্রতিবাদ সমাবেশ। আমরা PHE Dte-এর সংস্থা, অলপোর ডিভিশন PHE ঠিকাদার কল্যাণ সমিতির অধীনে এবং মূল সংস্থা Le. অল বেঙ্গল PHE ঠিকাদার সমিতি (সিভিল) জল জীবন মিশন (JJM), নির্বাচন, গঙ্গা সাগর মেলা, খরা এবং অন্যান্য প্রকল্পের মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে জড়িত এবং এই কাজের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ এবং স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন (JIM)। আমরা ২০২৪ সালের আগস্ট থেকে কাজের জন্য আমাদের মুলতুবি থাকা অর্থ পাচ্ছি না। এর ফলে ২০২৫ সালে এই বছর তীব্র আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। সমস্ত সংস্থা তাদের চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণ করেছে, তবুও অনেকেই মাসের পর মাস এবং কিছু ক্ষেত্রে বছরের পর বছর ধরে অর্থের জন্য অপেক্ষা করছে।


এই পরিস্থিতির ফলে অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহের উপর উল্লেখযোগ্য আর্থিক সংকট দেখা দিয়েছে এবং ছোট ব্যবসা এবং ব্যক্তিগত ঠিকাদারদের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে, যার ফলে তারা অনাদায়ী ব্যাংক ঋণের বোঝায় জর্জরিত হচ্ছে। আমাদের কাজের দীর্ঘ বকেয়া পেমেন্টের দাবিতে ১৮/০৯/২০২৫ তারিখ দুপুর ১.০০ টা থেকে শুরু করে ২২/ ২৩/ ২৪/০৯/২০২৫ তারিখ এই ততিন দিন দুপুর ১২.০০ টা থেকে আলিপুর ডিভিশন, পি.এইচ.ই. ডি.টি. এর -এ শান্তিপূর্ণ বৃহত্ব প্রতিবাদ করব। এই প্রতিবাদের উদ্দেশ্য হল সরকারী চুক্তিবদ্ধ প্রকল্পটি যারা কঠোর পরিশ্রমের সাথে সম্পন্ন করেছেন কিন্তু অর্থ প্রদান করেননি তাদের গুরুতর আর্থিক সমস্যার দিকে জনসাধারণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন