শারদোৎসবের মুখে টোটো চলাচলে নতুন নীতি কার্যকর রাজ্যে ।

শারদোৎসবের মুখে টোটো চলাচলে নতুন নীতি কার্যকর রাজ্যে ।

নুরসেলিম লস্কর, সুন্দরবন টিভি নিউজ ডেক্স :
শারদোৎসবের আগেই টোটো চলাচলে কঠোর নীতি কার্যকর করল রাজ্য সরকার। পরিবহণ দফতর সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এ বার থেকে নির্দিষ্ট রুট ছাড়া আর কোথাও চলতে পারবে না এই তিনচাকার যান। ১১ পাতার ওই নির্দেশিকায় রুট নিয়ন্ত্রণ থেকে শুরু করে রাজস্ব আদায় পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে।

দফতর সূত্রে জানাগিয়েছে, জেলা স্তরে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি গাড়িকে দেওয়া হবে নির্দিষ্ট নম্বর প্লেট, তাতে থাকবে কিউআর কোড। স্ক্যান করলেই বোঝা যাবে টোটো নির্দিষ্ট রুট ছেড়ে অন্যত্র ঢুকেছে কি না। একইসঙ্গে, এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশনও বাতিল করা হবে। এত দিন পর্যন্ত রাজস্বহীনভাবে চললেও, এ বার থেকে টোটো মালিকদের বার্ষিক কর দিতে হবে। সরকারের আশা, এতে রাজ্যের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। প্রশাসনের হিসাবে, বর্তমানে রাস্তায় চলা টোটোর অধিকাংশই বেআইনি। ধাপে ধাপে সেগুলির পরিবর্তে ই-রিকশা নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তা তাড়াহুড়ো করে কার্যকর না করে আগে পুরসভা ও পঞ্চায়েত ইউনিয়নের সঙ্গে রুট চিহ্নিত করে তারপর রোটেশন পদ্ধতিতে চালানোর ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে যাত্রীনিরাপত্তার স্বার্থে নতুন করে কড়া নির্দেশ দেওয়া হয়েছে— জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় কোনও ভাবেই টোটো, অটো বা রিকশা চলবে না। এর আগেও এমন নির্দেশিকা জারি হলেও তেমন প্রভাব পড়েনি। ফলে যানজট, দুর্ঘটনা এবং পণ্য পরিবহণে ক্ষতির মতো সমস্যাগুলি ক্রমেই বাড়ছিল।

আর পরিবহণ দফতর সূত্রে আরও খবর, সম্প্রতি এক বৈঠকে দফতরের আধিকারিক, জেলা প্রশাসন, পুরসভা, পুলিশ এবং টোটো সংগঠনের প্রতিনিধিদের নিয়ে রুট নির্ধারণ ও নিয়ন্ত্রণের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সরকারের দাবি, নতুন নীতি কার্যকর হলে টোটো পরিবহণে শৃঙ্খলা ফিরবে, যাত্রীসুরক্ষা বাড়বে এবং দীর্ঘ দিনের বিশৃঙ্খলার অবসান ঘটবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন