বাসন্তীতে বাঘের আতঙ্ক, ঘটনাস্থলে বনদপ্তর ও পুলিশ।

বাসন্তীতে বাঘের আতঙ্ক, ঘটনাস্থলে বনদপ্তর ও পুলিশ।

নুরসেলিম লস্কর, বাসন্তী :
সাত সকালেই ফের বাঘের আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে । জানা গিয়েছে, বাসন্তী ব্লকের ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর গোরান বোস এলাকার মাতলা নদীর চরে বনদপ্তরের ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি চলাকালীন শ্রমিকরা হঠাৎ জঙ্গলের ভেতর একটি বাঘ দেখতে পান। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর ভয়ে জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসেন শ্রমিকরা। আর এই ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মী দল এবং বাসন্তী থানার পুলিশ বাহিনী।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের ভেতর বাঘের পায়ের ছাপ মিলেছে কয়েক শ্রমিক বাঘটিকে ক্যামেরা বন্দও করেছে।আর প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও পায়ের ছাপের সূত্র ধরে বনকর্মীরা আশপাশের বিস্তৃত এলাকায় তল্লাশি শুরু করেছেন। সেই সঙ্গে ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এবং বাঘটিকে ধরতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 বনদপ্তরের এক আধিকারিকদের দাবি, যত দ্রুত সম্ভব বাঘটিকে নিরাপদে আটক করে জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হবে। আর এই ঘটনায় স্থানীয় গ্রামাঞ্চলে আতঙ্ক ছড়ালেও বনদপ্তর ও পুলিশ প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিন্তূ ঐ জন্তু টি আদও বাঘ কিনা তাতেও সন্দেহ আছে তবে যত দ্রুত সম্ভব জন্তু টিকে আটকের চেষ্টাও করা হচ্ছে।কারণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে আমরা বাঘ ভাব ভাবলেও পায়ের ছাপ বা ছবিতেই কোন ভাবে স্পষ্ট নয়  সেটা কি অন্য কিছু!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন