মফিজুল গাজি, সন্দেশখালি : শারদোৎসবের আগমনী সুর কানে আসতেই চারপাশে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ। তবে সবচেয়ে বেশি প্রতীক্ষায় থাকে শিশুরা—কারণ পূজা মানেই নতুন জামা-কাপড়, নতুন আনন্দ। আর এবার সেই প্রতীক্ষার প্রহর শেষ করে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির এক প্রান্তে আনন্দ ছড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রেরণা’।
শুক্রবার সন্দেশখালি ব্লকের সুখদুয়োরানী আদিবাসী নব উদয়ন সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি। উপস্থিত ছিলেন শিক্ষক বিনয় মণ্ডল, শিক্ষক প্রবীর রঞ্জন মণ্ডল, শিক্ষক অমিত কুমার মণ্ডল, শিক্ষক শুভজিৎ মণ্ডল, সমাজসেবী আফিল লস্কর ও ক্লাবের সম্পাদক ভানুমতী সরদার সহ বহু বিশিষ্টজন। এদিন কয়েকশো দুস্থ শিশু ও প্রবীণ মা-বাবার হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। মুহূর্তেই খুশিতে ভরে ওঠে প্রত্যন্ত গ্রামের পরিবেশ। ছোটদের মুখে ফুটে ওঠা হাসি যেন সব অভাব-অসুবিধাকে মুহূর্তে ঢেকে দিল।
আর এদিনের এই মানবিক অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের সভাপতি প্রবীর রঞ্জন মণ্ডল বলেন— “আমরা চাই সমাজের প্রতিটি শিশুই পূজার আনন্দে অংশ নিক। একজন শিশুর মুখের হাসি আমাদের সমস্ত পরিশ্রমের সার্থকতা এনে দেয়।” আর সব মিলিয়ে অভাবের ভাঁজে ঢাকা মুখ গুলিতে নতুন জামা হাতে পাওয়ার পরে যে খুশির চিহ্ন গুলি ফুঁটে উঠলো তা দেখলেই বোঝা যায় এই মহতী অনুষ্ঠান যে কত বড় উপহার এনে দিল তাদের জীবনে!