নিজেস্ব প্রতিনিধি,শ্যামনগর : দুর্গাপূজার আনন্দে মেতে থাকা পঞ্চমীর রাত পরিণত হল শোকের রাতে। শনিবার গভীর রাতে শ্যামনগর স্টেশনে রেললাইন পার হতে গিয়ে দ্রুতগামী ‘থ্রু’ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় নেমে আসে চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় ১১টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে চারজন স্থানীয় যুবক পুজোর মণ্ডপ ঘুরে ফেরার পথে শ্যামনগর স্টেশনের কাছাকাছি রেললাইন পারাপার করার চেষ্টা করছিলেন। সে সময় রেলগেট বন্ধ থাকলেও তাঁরা অমান্য করে লাইন পার হতে যান। ঠিক তখনই দ্রুতগামী একটি ‘থ্রু’ ট্রেন ছুটে আসে এবং মুহূর্তের মধ্যে চারজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
রেল পুলিশ সূত্রে জানাগিয়েছে, রাত অবধি মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের বক্তব্য, দুর্ঘটনায় নিহত ও আহতরা সকলে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ তোলেন, শ্যামনগর স্টেশন সংলগ্ন এলাকায় রেল পুলিশের নজরদারি বাড়ানো হয়নি। বারবার সতর্কীকরণ সত্ত্বেও গেট ফাঁকি দিয়ে যাত্রীদের লাইন পারাপার রোখা যাচ্ছে না বলে দাবি তাঁদের। আর এবিষয়ে উল্লেখ্য যে, শারদোৎসবের সময়ে প্রতিবারই কলকাতা-সহ বিভিন্ন শাখায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। বহুবার সচেতনতা প্রচার সত্ত্বেও সাধারণ মানুষ রেললাইনে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। শ্যামনগরের এই দুর্ঘটনা আবারও সেই অসতর্কতা কে সামনে আনল। আর পঞ্চমীর রাতে আনন্দের মাঝেই এমন মর্মান্তিক দূর-ঘটনায় শ্যামনগর ও তার আশেপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।