বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার জেটিঘাট সংলগ্ন আনন্দধারা ভিলায় আয়োজিত হলো স্বেচ্ছাসেবী সংস্থা আন ফাউন্ডেশন–এর বাৎসরিক অনুষ্ঠান। শুধুমাত্র সাংস্কৃতিক পরিবেশনা নয়, এদিন ছিল নানা সমাজসেবামূলক কর্মসূচির বাস্তবায়ন। প্রাক-শারদীয় সময়ে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের নতুন পোশাক, অনাথ শিশুদের মিষ্টি ও নতুন জামাকাপড়, প্রতিবন্ধীদের জন্য ট্রাইসাইকেল প্রদানসহ একাধিক উদ্যোগ গৃহীত হয়। এছাড়াও জেলার বৃদ্ধাশ্রমে আর্থিক সাহায্য এবং মানবিক কাজে যুক্ত সংস্থাগুলিকে সমাজবন্ধু সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও শিশু-কিশোরীদের নৃত্য পরিবেশনার মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী রিতা মণ্ডল, রাজ্য সরকারের পুরস্কারপ্রাপ্ত ডা. আকবর হোসেন, মানবতা সংগঠন–এর কর্ণধার জুলফিকার আলি পিয়াদা, কবি-সাহিত্যিক খায়রুল আনাম ও রবীন্দ্রনাথ মণ্ডল প্রমুখ। ডা. হোসেন তাঁর বক্তব্যে স্বাস্থ্য সচেতনতার গুরুত্বের কথা বলেন। অন্যদিকে জুলফিকার আলি পিয়াদা জানান, সমাজ থেকে অভাব দূর করতে হলে শিক্ষার বিকল্প নেই। এদিন রাজ্যের বিভিন্ন জেলার ৪০টি সমাজসেবী সংগঠনকে সম্মানিত করা হয়। রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্তদের রক্তযোদ্ধা সম্মান দেওয়া হয়। একইসঙ্গে নিশ্চিতপুর সূর্যনগর আশ্রমকে গৃহনির্মাণ সহযোগিতা হিসেবে আন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আশ্রমের বৃদ্ধ-বৃদ্ধাদের শাড়ি, ধুতি, পাঞ্জাবি ও মিষ্টির প্যাকেট এবং শিশুদের নতুন জামা তুলে দেওয়া হয়।
২০২১ সালে আইনজীবী নুপুর মণ্ডলের উদ্যোগে, মশিউল হক বাপ্পার সহযোগিতায় গঠিত আন ফাউন্ডেশন মূলত পথশিশু ও অনাথ শিশুদের শিক্ষার আলো দেখাতে কাজ করে আসছে। করোনা সময়ে ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে ওঠা এই সংগঠন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ডায়মন্ড হারবারের এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি নুপুর মণ্ডল অনুষ্ঠান পরিচালনা করেন এবং সম্পাদক মশিউল হক বাপ্পা সুচারুভাবে সঞ্চালনা করেন। অতিথিদের মতে, সংস্থার মানবিকতা ও আতিথেয়তা প্রশংসনীয়। আগামী দিনে আন ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা।
২০২১ সালে আইনজীবী নুপুর মণ্ডলের উদ্যোগে, মশিউল হক বাপ্পার সহযোগিতায় গঠিত আন ফাউন্ডেশন মূলত পথশিশু ও অনাথ শিশুদের শিক্ষার আলো দেখাতে কাজ করে আসছে। করোনা সময়ে ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে ওঠা এই সংগঠন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ডায়মন্ড হারবারের এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি নুপুর মণ্ডল অনুষ্ঠান পরিচালনা করেন এবং সম্পাদক মশিউল হক বাপ্পা সুচারুভাবে সঞ্চালনা করেন। অতিথিদের মতে, সংস্থার মানবিকতা ও আতিথেয়তা প্রশংসনীয়। আগামী দিনে আন ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা।