মাতলা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

মাতলা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।


নুরসেলিম লস্কর, বাসন্তী :  দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তর মোকামবেড়িয়া গ্রাম-পঞ্চায়েত এলাকার নলিয়াখালীর নারায়ণতলা ঘাট সংলগ্ন মাতলা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

     স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিট নাগাদ কয়েকজন জেলে নদীর জলে একটি দেহ ভাসতে দেখেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে কৌতূহলী ভিড় জমতে শুরু করলে খবর দেওয়া হয় বাসন্তী থানায়। আর সেই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে দেহের পরিচয়, নাম বা ঠিকানা সম্পর্কে কোনও তথ্য মেলেনি। মৃত ব্যক্তির দেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন আছে কি না, বা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

     এবিষয়ে পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। পাশাপাশি দেহের পরিচয় জানার জন্য স্থানীয় থানা গুলিতে এবং আশেপাশের এলাকায় খবর দেওয়া হয়েছে। আর এই ঘটনার পর থেকেই নলিয়াখালী ও আশপাশের গ্রামে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই অনুমান করছেন, নদীর জোয়ারে ভেসে আসতে পারে দেহটি। তবে দেহটি স্থানীয় কারও, না দূর এলাকা থেকে ভেসে এসেছে—সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।অন্যদিকে,বাসন্তী থানার পুলিশ সূত্রে আরো জানাগিয়েছে যে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনও সূত্র পাওয়ার চেষ্টা করছে। আর মৃতদেহ উদ্ধারের ঘটনায় নদী ঘাট সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়ালেও স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা দরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন