নিজেস্ব প্রতিনিধি, বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ৭ নং সোনাখালী দুর্গোৎসব এ বছর পদার্পণ করল পঞ্চম বর্ষে। অগাধ বিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে, অল্প সময়েই এই পূজা হয়ে উঠেছে আশেপাশের তিন-চারটি গ্রামের মানুষের আনন্দ-উৎসবের এক মাত্র কেন্দ্রবিন্দু। সোনাখালীর তেতুলতলা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এই পূজা আসলে স্থানীয় মানুষের একমাত্র ভরসা, কারণ আশপাশের তিন-চার কিলোমিটার জুড়ে আর কোথাও দুর্গোৎসবের আয়োজন হয় না।
তাই কমিটির বিদেশ হালদার, জয়ন্ত পরমাণ্য, মানিক সরদার, হেমেন মজুমদার, অনুপ সরদার, প্রদীপ সরদার এবং মহিলা সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় আর্থিক অনটনের মধ্যেও এই পূজা হয়ে উঠেছে সবার। কোনো সরকারি অনুদান ছাড়াই স্থানীয় চাঁদা, মানুষের অনুদান ও শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে পূজা প্রতি বছর সফলভাবে সম্পন্ন হচ্ছে। সেই মতো এবারের পূজায় দেবী আরাধনার পাশাপাশি এক মানবিক প্রয়াসে বিশেষ উদ্যোগ নেয় কমিটি। গত ২৯শে সেপ্টেম্বর আয়োজিত হয় এক রক্তদান শিবির। সেখানে স্বেচ্ছায় রক্তদান করেছেন প্রায় ১৬০ থেকে ১৭০ জন মানুষ। পূজার আবহে এই সামাজিক উদ্যোগ শুধু আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলেনি, বরং মানুষের জীবন রক্ষায় এক মহতী উদাহরণও স্থাপন করেছে তারা।
আর দেবী আরাধনার পাশাপাশি মানবিক দৃষ্টান্ত স্থাপন করা এই পূজা কমিটির এক সদস্য জানান, “আমরা আশা করি ভবিষ্যতে সরকারি সহায়তা মিলবে, যাতে আরও বৃহৎ পরিসরে এই উৎসব আয়োজন করা যায়। তবে সরকারি অনুদান না পেলেও আশেপাশের মানুষের ভালোবাসা আর সমর্থনই আমাদের আসল শক্তি।” আর এই পাঁচ বছরের পথচলায় সোনাখালী ৭ নং দুর্গোৎসব শুধু উৎসবের আলো ছড়ায়নি, এনেছে একতার বার্তাও। এখানে পূজা মানে দেবী আরাধনার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
তাই তো বাসন্তীর সোনাখালী দুর্গোৎসব আবারও প্রমাণ করলো — পূজা মানেই শুধু আনন্দ নয়, পূজা মানেই মানবসেবাও।
আর দেবী আরাধনার পাশাপাশি মানবিক দৃষ্টান্ত স্থাপন করা এই পূজা কমিটির এক সদস্য জানান, “আমরা আশা করি ভবিষ্যতে সরকারি সহায়তা মিলবে, যাতে আরও বৃহৎ পরিসরে এই উৎসব আয়োজন করা যায়। তবে সরকারি অনুদান না পেলেও আশেপাশের মানুষের ভালোবাসা আর সমর্থনই আমাদের আসল শক্তি।” আর এই পাঁচ বছরের পথচলায় সোনাখালী ৭ নং দুর্গোৎসব শুধু উৎসবের আলো ছড়ায়নি, এনেছে একতার বার্তাও। এখানে পূজা মানে দেবী আরাধনার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
তাই তো বাসন্তীর সোনাখালী দুর্গোৎসব আবারও প্রমাণ করলো — পূজা মানেই শুধু আনন্দ নয়, পূজা মানেই মানবসেবাও।