পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী যুবক !

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী যুবক !

নুরসেলিম লস্কর, ক্যানিং : সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ফের এক মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে নিকারীঘাটা এলাকায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন জয়জ্যোতি নস্কর নামে এক যুবক। বয়স মাত্র ২৮ বছর। হঠাৎ করে এভাবে এক তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

    স্থানীয় সূত্রে জানাগিয়েছে , বেশ কিছুদিন ধরেই জয়জ্যোতি নস্করের পরিবারে অশান্তি চলছিল। সেই পারিবারিক টানাপোড়েনের জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর সেই অবসাদ থেকে বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, তখনই ঘরের মধ্যে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন জয়জ্যোতি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আতঙ্কে তাঁকে দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।

     আর শুক্রবার সকালে এই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দীর্ঘদিনের মানসিক চাপ ও অবসাদ থেকেই এই আত্মহত্যার পথ বেছে নেন জয়জ্যোতি। আর এই ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের আবহ। প্রতিবেশীরা জানাচ্ছেন, শান্ত স্বভাবের ছেলে ছিলেন জয়জ্যোতি। এমন ঘটনা ঘটবে তা কেউই কল্পনা করতেও পারেননি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন