মাতলা নদীতে ভাসছে ডলফিন !

মাতলা নদীতে ভাসছে ডলফিন !

নুরসেলিম লস্কর, ক্যানিং : সুন্দরবনের মাতলা নদীতে মৃত অবস্থায় এক ডলফিন ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়াল কুলতলির কৈখালি অঞ্চলে। শুক্রবার সকালে স্থানীয় মৎস্যজীবীরা প্রথমে নদীতে ভাসতে থাকা ওই ডলফিনটিকে দেখতে পান। এরপরই তাঁরা দ্রুত খবর দেন বন দফতরের পিয়ালী বিট অফিসে।আর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান বন দফতরের আধিকারিকরা। মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। প্রায় ৬ ফুট লম্বা ওই ডলফিনটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। তবে সঠিক কিভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বন দফতরের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।

    স্থানীয়রা জানান, ডলফিন মাতলা নদীতে তেমন দেখা যায় না। তবে মৃত অবস্থায় ভেসে ওঠা কেন্দ্র করে এলাকাজুড়ে কৌতূহল ও উদ্বেগ ছড়িয়েছে। পরিবেশবিদরা মনে করছেন, নদীর দূষণ, জেলেদের জালে আটকে পড়া কিংবা নৌকার ধাক্কা—এর যেকোনো একটি কারণে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। উল্লেখ্য, ডলফিন সুন্দরবনের নদী ও জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। কয়েক বছর ধরে মাতলা ও অন্যান্য খাড়িতে ডলফিনের সংখ্যা কমে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

তাই এই মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠছে, মানুষের কার্যকলাপ কি আরও একবার প্রকৃতির ভারসাম্যে বিপদের সংকেত দিচ্ছে? স্থানীয় পরিবেশপ্রেমীদের দাবি, বন দফতরের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনেরও এই ঘটনার বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নেওয়া উচিত। মৃত ডলফিনের দেহ উদ্ধার হওয়ার পর এলাকায় এখনো পর্যন্ত আতঙ্ক ও কৌতূহলের আবহ বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন