জয়নগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

জয়নগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর : দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতে শুরু হলো বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি। শুক্রবার থেকে শুরু হওয়া এই উদ্যোগে মোট ২৭টি বুথে বিতরণ করা হয়েছে প্রায় ৩১১১টি চারা গাছ। বিশ্বজুড়ে বনভূমি ধ্বংস, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সবুজ সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই স্বপ্ন বাস্তবায়িত করতে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে জয়নগর ১ নম্বর ব্লকে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির। এই দিন ধোষা, তিলপি, চন্দনেশ্বর, গোবিন্দপুরসহ একাধিক গ্রামে রাস্তার ধারে বৃক্ষরোপণ করা হয়। গাছ পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে চারা রোপণে অংশ নেন এবং গাছগুলির পরিচর্যার দায়িত্ব নেন নিজেরাই। আর এবিষয়ে জেলা পরিষদের সদস্য তপন কুমার মণ্ডল জানান— “একটি গাছ মানে একটি জীবন, একটি সবুজ মানেই আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যৎ।” তিনি আরও বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। তাই আগামী প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের জন্য আজ থেকেই সবুজ পৃথিবী গড়ে তোলা জরুরি।

আর এরকম আগামী কয়েকদিনও এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলবে বলে জানা গেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ভবেশ রঞ্জন চক্রবর্তী, ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা সরদার, বুথ সভাপতি সৌমেন সরদার, যুব সভাপতি সুব্রত মণ্ডলসহ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। আর সব মিলিয়ে, পরিবেশ রক্ষার বার্তা নিয়ে জয়নগরে এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করল তা নিঃসন্দেহে বলা যায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন