‘সবুজ সুন্দরবন’ অভিযানে স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরামের নতুন মাইলফলক ।

‘সবুজ সুন্দরবন’ অভিযানে স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরামের নতুন মাইলফলক ।

নিজেস্ব প্রতিনিধি, বাসন্তী :
উস্থি, রাজবল্লভপুরের স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরাম দীর্ঘদিন ধরেই শিক্ষা, ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, পরিবেশ ও সমাজসেবার মতো জনকল্যাণমূলক কাজে সক্রিয়। এই ফোরাম সমাজের অসংখ্য মানুষের ভালবাসা, আশীর্বাদ ও শুভেচ্ছাকে পাথেয় করে তাদের কার্যক্রমকে আরও দৃঢ় ও প্রগতিশীল করে তুলছে। সম্প্রতি তারা পরিবেশ রক্ষার উদ্দেশ্যে আগামী ছয় বছরের মধ্যে ৫ লক্ষ ৫০০ চারা রোপণের লক্ষ্য নিয়েছে। গত এক বছরে তারা প্রায় ২০ হাজারেরও বেশি চারা রোপণ ও বিতরণ করেছে। এই ধারাবাহিক উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে ফোরাম বন্ধু এক আশা নামক সামাজিক সংগঠনের সঙ্গে মিলিতভাবে এক নতুন পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর সুন্দরবনের ভরতগড় অঞ্চলে মাতলা নদীর ভেড়ি সংলগ্ন এলাকায় প্রায় এক হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। এদিনের কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা ছিল চোখে পড়ার মতো।

উপস্থিত প্রায় ৩০ জনকে নিয়ে আয়োজিত বনভোজন ও ইলিশ উৎসব অনুষ্ঠানটিকে আরও আনন্দমুখর করে তোলে। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের ৫০টি দ্বীপে প্রতিটি দ্বীপে ২০০০ করে ম্যানগ্রোভ চারা রোপণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মোট এক লক্ষ ম্যানগ্রোভ গাছ রোপিত হবে, যা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের কেন্দ্র সুন্দরবন তথা পৃথিবীর ফুসফুসকে রক্ষায় সহায়ক হবে। এই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক ও বিশিষ্ট তবলা বাদক শ্রী পঞ্চানন ব্যানার্জি, সহ-সম্পাদক WBCS অফিসার মাসুদ হাসান গায়েন, সাংস্কৃতিক সম্পাদক আলাপন ব্যানার্জি, বিশিষ্ট গায়িকা বাসন্তী ব্যানার্জি, সাহিত্য সম্পাদক কবি মানিক চন্দ্র মণ্ডল ও কবি পরিতোষ হালদার।

এছাড়াও সুন্দরবন থেকে যুক্ত হয়েছিলেন বাসন্তী ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ ও শিক্ষিকা শ্রীমতি গৌরী নস্কর, সুন্দরবন সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সদস্য জামাত আলী সেখ এবং ফোরামের পরিবেশ বিভাগীয় সম্পাদক কৃষ্ণা নস্কর, শুভজিৎ ঘোষ, রোহিত সামন্ত, পূর্ণিমা নস্কর ও শঙ্কর ঘোষ সহ অন্যান্য সদস্যরা। ফোরামের সম্পাদক পঞ্চানন ব্যানার্জি এদিন বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য। এই কর্মে মানুষের শুভেচ্ছা ও সহযোগিতা আমাদের শক্তি। সবাই যদি একসঙ্গে এগিয়ে আসেন, তবে এক সুন্দর সমাজ ও পরিবেশ গড়ে তোলা সম্ভব।” স্থানীয় মানুষের বুকভরা ভালবাসা, সহযোগিতা ও হৃদ্যতাকে সঙ্গী করে ফোরাম ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে সুন্দরবনে সামাজিক ও পরিবেশ রক্ষার কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন