বাসন্তীতে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ট্রাক চালকের, পলাতক বাস চালক।

বাসন্তীতে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ট্রাক চালকের, পলাতক বাস চালক।


নুরসেলিম লস্কর, বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কুলতলি বাজার এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ট্রাক চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাসন্তী হাইওয়েতে। মৃত চালকের নাম শুভঙ্কর (২৮), বাড়ি রায়চকের গোবিন্দপুরে।

     স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলের বই বোঝাই ট্রাকটি কুলতলি বাজারের মুক্তধারা অফিস তথা বাসন্তী ব্লক প্রাইমারি স্কুল এসআই অফিসের সামনে বই নামিয়ে রাখছিল। সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় ট্রাকের পিছনে দাঁড়িয়ে ত্রিপল দিয়ে বই ঢাকছিলেন শুভঙ্কর। ঠিক তখনই বারুইপুর থেকে ঝাড়খালি অভিমুখে আসা এসডি-৩৩ রুটের একটি যাত্রীবাহী বাস সজোরে ট্রাকের পিছনে ধাক্কা মারে।আর আচমকা ধাক্কায় শুভঙ্কর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে বাসের চালক ও কন্ডাক্টর পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় শুভঙ্কর নিজের নাম ও বাড়ির ঠিকানা জানিয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

     আর এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। শনিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পলাতক বাস চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।আর এই মর্মান্তিক পথ দুর্ঘটনার পর স্থানীয়দের দাবি, এলাকায় হাইওয়েতে যথাযথ নিয়ন্ত্রণ না থাকার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। নিয়মিত পুলিশি নজরদারি ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন