রাখির বন্ধনে ঐক্যের আহ্বান, রক্তদানে সম্প্রীতির বার্তা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের।

রাখির বন্ধনে ঐক্যের আহ্বান, রক্তদানে সম্প্রীতির বার্তা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের।

বাইজিদ মন্ডল,মগরাহাট : ১৯০৫ সালের বঙ্গ ভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত, সম্প্রীতির রাখিবন্ধন উপলক্ষে মগরাহাট ১ আঞ্চলিক কমিটি বঙ্গীয় সাক্ষরতা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বনেশ্বরপুর বাজারে অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দিলেন অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত।

রক্তদান শিবিরের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিদ,রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. পবিত্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষপক ড. জাহান আলি পুরকাইত, মগরাহাট ব্লক ১ কমিটির সভাপতি শামসুল হুদা, রায়দিঘি কলেজের অধ্যাপক সহ অন্যান্যরা।

 রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার তিনি জানান,ব্রিটিশ সরকার হিন্দু মুসলিম বাংলা ভাগ করার চেষ্টা করেছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন এর মাধ্যমে সম্প্রীতির বন্ধন আবদ্ধ করার চেষ্টা করেছিল। ১২০ বছর আগে বঙ্গ ভঙ্গের সেই ঘটনার স্মরণ করে আজ সম্প্রীতি বার্তা দিতে রাখিবন্ধন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন