সোনারপুরে অনুষ্ঠিত হলো প্রগতিশীল হোমিওপ্যাথি চিকিৎসা সমিতির জেলা সম্মেলন।

সোনারপুরে অনুষ্ঠিত হলো প্রগতিশীল হোমিওপ্যাথি চিকিৎসা সমিতির জেলা সম্মেলন।


নিজস্ব প্রতিনিধি, সোনারপুর : শুক্রবার,দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর হরিনাভিতে অনুষ্ঠিত হলো প্রগতিশীল হোমিওপ্যাথি চিকিৎসা সমিতির জেলা সম্মেলন। এদিন হরিনাভি বিজ্ঞান মঞ্চের দপ্তরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন বহু হোমিওপ্যাথি চিকিৎসক ও সংগঠনের প্রতিনিধিরা। এদিন এই সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ প্রবীর চক্রবর্তী। সভার সূচনায় তিনি প্রয়াত সদস্যদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনের সম্পাদক ডাঃ সামিম আহমেদ লস্কর এদিন সংগঠনের বার্ষিক খসড়া প্রস্তাব উপস্থাপন করেন। এরপর কোষাধ্যক্ষ রনজিৎ বেরা গত বছরের আর্থিক হিসেব পেশ করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

   আর এদিনের এই সম্মেলনের আলোচনায় সদস্যরা সংগঠনের কার্যক্রম, জেলার হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার প্রসার, এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী ও কার্যকর চিকিৎসা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে সভা শেষে পরবর্তী বছরের জন্য ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছেন ডাঃ লিয়াকত আলি লস্কর, ডাঃ তপন দাস, ডাঃ আজিজুল হক ও ডাঃ রতন দাস প্রমুখ। সভা শেষে উপস্থিত সকল সদস্য সংগঠনের ঐক্য বজায় রেখে আগামী দিনে হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও জনপ্রিয় ও জনমুখী করে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন