মিশন নার্সারি স্কুলে ছাত্রছাত্রীদের হাতে টি-শার্ট তুলে দিলেন সমাজসেবী।

মিশন নার্সারি স্কুলে ছাত্রছাত্রীদের হাতে টি-শার্ট তুলে দিলেন সমাজসেবী।

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি : সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বসিরহাট মহকুমার ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালি ব্লকের কলুর গ্রামে নব দিগন্ত স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে পরিচালিত মিশন নার্সারি স্কুল-এর ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটল এক মানবিক উদ্যোগে।শুক্রবার ওই বিদ্যালয়ের প্রায় আড়াইশো ছাত্রছাত্রীদের হাতে নতুন টি-শার্ট তুলে দিলেন সুন্দরবনের কবি ও সমাজসেবী ফারুক আহমেদ সরদার। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক মানসিকতা গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য।

   আর ফারুক বাবুর এই কর্মসূচিতে এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাসন্তী ব্লকের স্বাস্থ্যকর্মী ওয়াহিদা সরদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব দিগন্তের কর্ণধার ড. ফারুক হোসেন গাজী, যিনি শিক্ষার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে এমন উদ্যোগকে বিশেষভাবে প্রশংসা করেন। সমাজসেবী ফারুক আহমেদ সরদার বলেন, “গ্রামের প্রতিটি শিশুর মুখে হাসি দেখতে পাওয়াই আমাদের প্রকৃত সাফল্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।” আর গ্রামীণ পরিসরে এই মানবিক পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। শিশুদের উচ্ছ্বাসে ভরে উঠেছিল সেদিনের অনুষ্ঠান প্রাঙ্গণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন