কাঁঠালবেড়িয়ার খাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, চাঞ্চল্য বাসন্তীতে।

কাঁঠালবেড়িয়ার খাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, চাঞ্চল্য বাসন্তীতে।

নুরসেলিম লস্কর, বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পূব ভাঙ্গনখালি গ্রামে খালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভেসে ওঠায় বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা খালের ধারে কাজ করার সময় জলে কিছু ভাসতে দেখেন। প্রথমে তাঁরা বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পরে কাছ থেকে দেখতেই চমকে ওঠেন — দেখা যায়, তা একজন পুরুষের দেহ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে।আর এই ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম, পরিচয় বা কোথা থেকে এসেছেন, তা জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিকে তাঁরা আগে কখনও এলাকায় দেখেননি।

   অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান অনুযায়ী, ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ— সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে ঘটনার দ্রুত তদন্ত ও মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। আর এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বর্তমানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন