ভারত সেরা মোহনবাগান থিমে মাতোয়ারা সুন্দরবন, আলোর উৎসবে সবুজ-মেরুন রঙে ভাসছে ক্যানিং!

ভারত সেরা মোহনবাগান থিমে মাতোয়ারা সুন্দরবন, আলোর উৎসবে সবুজ-মেরুন রঙে ভাসছে ক্যানিং!



নুরসেলিম লস্কর, ক্যানিং : প্রত্যন্ত সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে এবারও নানা জায়গায় ছোটোবড়ো অসংখ্য কালীপুজোর আয়োজন হয়েছে কিন্তূ সবার চোখ এবারে এক জায়গায় আটকে যাচ্ছে! কারণ, ক্যানিং রেজিস্ট্রি অফিস পাড়া এলাকার মিশন মাঠের নবীন সংঘের ৩৬ তম বর্ষের এবারের থিম “ভারত সেরা মোহনবাগান”। সবুজ-মেরুন রঙে রাঙানো প্যান্ডেল থেকে শুরু করে মণ্ডপসজ্জা, প্রতিমা ও আলোকসজ্জা — সবেতেই ফুটে উঠেছে ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের আবেগ ও গৌররে।

   আর এই পুজোর মূল কান্ডারি শুভদীপ মণ্ডল (বাবাই) সুন্দরবন টিভির মুখোমুখি হয়ে এই আলোর উৎসব কে সবুজ মেরুন রঙে রাঙিয়ে তোলার এই অভিমনব ভাবনা সম্পর্কে জানালেন, “আমাদের পরিবার বংশপরম্পরায় ১০০ শতাংশ মোহনবাগান সমর্থক। এমনকি আমার দাদা শুভেন্দু মন্ডলও মোহনবাগানের আজীবন সদস্য। আর আমাদের ক্লাবের বাকি সদস্যরাও সবাই ঐ একটাই রং সবুজ মেরুন রঙের আবেগে বাঁধা।” সেই সঙ্গে তিনি আরও বলেন, এবারের “IFA শিল্ড ফাইনালের দিন আমরা ক্লাব প্রাঙ্গণে জায়ান্টস্ক্রিনে খেলা দেখেছিলাম। আর সেই রুদ্ধশ্বাস ফাইনালে আমরা আমাদের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে দুর্ধর্ষ টাইব্রেকারে পরাজিত করে জয় ছিনিয়ে নিলাম, সেই জয় আমাদের ভেতরে নতুন উদ্দীপনা জাগায়। যেন আরো একবার চোখের সামনে ভেসে উঠছিলো সেই ঐতিহাসিক 'অমর একাদশ' এই ব্রিটিশ বধের ১৯১১ এর এই মুহূর্ত। তাই তো তখনই মাথায় আসে এই থিমের ভাবনা। এরপর আমরা ক্লাবের বন্ধুরা মিলে খুব অল্প সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ করি।”

        আর বাবাইয়ের কথা মতোই এবারের পুজোর সাজসজ্জায় জায়গা পেয়েছে মোহনবাগানের ঐতিহাসিক মুহূর্তগুলো— দলের পুরোনো সাফল্য, ট্রফি জয়ের দৃশ্য, ও সমর্থকদের আবেগময় প্রতিকৃতি থেকে শুরু করে দীপেন্দু, সনি থেকে দিমি, কামিন্সরা । তাই তো দর্শনার্থীরা  প্যান্ডেলে প্রবেশ করলেই নিজে দের চোখেই অনুভব করছে একটুকরো সবুজ মেরুন “ ঐতিহ্য, আবেগ ও ভালোবাসায় পরিপূর্ণ একটি ঐতিহাসিক ক্লাব, যা কিনা লক্ষ্য লক্ষ্য মেরিনার্সরা অনুভব করে সবুজ মেরুন গ্যালারি থেকে ইতিহাসের পাতায় ।” তাই তো এই ঐতিহাসিক মুহূর্ত গুলি সুন্দরবনের মানুষের সামনে এভাবে ফুঁটিয়ে তুলে ধরা সম্পর্কে প্রশ্ন করা হলে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা জানান, নবীন সংঘের এই অভিনব থিম শুধু ক্রীড়া-প্রেমীদের নয়, পুরো ক্যানিং তথা সুন্দরবনবাসী দের গর্বিত করেছে। ' আর সব মিলিয়ে সবুজ-মেরুনে মোড়ানো নবীন সংঘের এই কালীপুজো যেন ক্যানিংয়ের উৎসব মানচিত্রে এক নতুন আবেগের প্রতীক হয়ে উঠেছে তা বলায় যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন