উত্তরবঙ্গে বন্যার তাণ্ডব,দার্জিলিংয়ে নিখোঁজ ডায়মন্ডহারবারের যুবক, পরিবারের পাশে অভিষেক।

উত্তরবঙ্গে বন্যার তাণ্ডব, দার্জিলিংয়ে নিখোঁজ ডায়মন্ডহারবারের যুবক, পরিবারের পাশে অভিষেক ।


সুন্দরবন টিভি নিউজ ডেস্ক, দক্ষিণ ২৪ পরগনা : টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড়ে ধস, বন্যা আর প্রবল বৃষ্টির জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দার্জিলিং ও আশপাশের এলাকা। আর এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই সেখানে নিখোঁজ হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের তরুণ হিমাদ্রি পুরকাইত।আর হিমাদ্রির নিখোঁজের খবর পেয়ে তার মা-বাবা কান্নায় ভেঙে পড়েছেন।

 পরিবার সূত্রে জানা গিয়েছে, পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত কামারপোল এলাকার বাসিন্দা বছর ২৫ এর হিমাদ্রি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পাহাড় ছিল তাঁর প্রিয় গন্তব্য। কখনও ট্যুর গাইড, কখনও স্বেচ্ছাসেবক— পাহাড়ি জীবনযাপন ও ভ্রমণ ছিল তাঁর নেশা। পাশাপাশি, গায়ক হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন হিমাদ্রি। পুজোর আগে, গত ২২ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক হিসেবে কাজের সূত্রে তিনি যান দার্জিলিংয়ের সুখিয়াপোখরিতে। সেখানকার সোনাদা এলাকায় বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি করছিলেন। নিয়মিত পরিবারের সঙ্গে ও বন্ধুদের সঙ্গে যোগাযোগও রাখছিলেন তিনি। কিন্তু শনিবার রাতের পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ সম্ভব হয়নি পরিবারের। হিমাদ্রির মা শুক্লা পুরকাইত ও বাবা প্রশান্ত পুরকাইত জানান, “রোজ ফোন করত ছেলে। শনিবার রাত ১০টাতেও কথা হয়েছিল। বলল, খুব বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চলে যেতে পারে। এরপর থেকে ফোনে পাচ্ছি না। কী অবস্থায় আছে জানি না।” এতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে সুখিয়াপোখরি থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, প্রবল বৃষ্টির জেরে এই আকস্মিক বন্যায় হিমাদ্রিদের টেন্ট ভেসে যেতে পারে! এই আশঙ্কাতেই আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন হিমাদ্রির বাবা-মা। তবে হিমাদ্রির এই নিখোঁজের খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশাসনিকভাবে খোঁজ নেওয়ার পাশাপাশি হিমাদ্রির বাড়িতে পাঠান এক প্রতিনিধি দল। রবিবার রাতেই ডায়মন্ডহারবার বিধানসভার তৃণমূল পর্যবেক্ষক শামিম আহমেদ গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনার দিকে নজর রাখছেন। নিখোঁজ যুবককে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ চলছে।” আর কামারপোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস হালদার বলেন, “ভ্রমণপিপাসু হিমাদ্রি প্রায়ই পাহাড়ে যেত। আগে উত্তরাখণ্ড ঘুরে এসেছিল, এবার দার্জিলিং গিয়েছিল। পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল শনিবার রাতে। তারপর আর যোগাযোগ হয়নি। আমরা পরিবারের পাশে আছি।”

আর এবিষয়ে ডায়মন্ডহারবারের মহকুমাশাসক অঞ্জন ঘোষ জানান, “নিখোঁজ যুবকের যাবতীয় তথ্য ও ছবি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের মাধ্যমে দার্জিলিং প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। দুই জেলার প্রশাসন একযোগে উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে।” এদিকে, পাহাড়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে দার্জিলিং প্রশাসন ইতিমধ্যেই নেমেছে। তবে এখনো হিমাদ্রির কোনও খোঁজ না মেলায় গভীর উদ্বেগে তাঁর পরিবার। “ছেলেকে যেন শুধু একবার দেখতে পাই”— তাই এখন শুধুই প্রার্থনা আর সাংসদ অভিষেক ব্যানার্জীর উপরেই ভরসা রাখছেন মা শুক্লা পুরকাইত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন