মফিজুল গাজী, সন্দেশখালি : গত বৃহস্পতিবার কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়েছিল সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া - আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার পাথরঘাটা গ্রামের কয়েকশো বাড়ি সহ বড়ো গাছ পালা থেকে শুরু করে চাষবাস। এই ঘটনায় আহতও হন বেশ কয়েকজন গ্রামবাসী। তাদেরকে ভর্তি করতে হয় হাসপাতালে। আর সেই খবর পাওয়ার পর থেকেই তিনি প্রতিদিন ঐ গতিগ্রস্ত এলাকায় গিয়ে খোঁজ খবর নিতে থাকেন।এমন কি ঐ ঘটনার দিনেই গভীর রাত্রে আহত দের দেখতে ক্যানিং মহাকুমা হাসপাতালেও যান তিনি সেই সঙ্গে পর দিন থেকে এলাকায় রোজ নিয়ম করে কখনো শুকনো খাবার বিতরণ করেছেন আবার সেই সঙ্গে গতিগ্রস্ত পরিবার গুলির হাতে তুলে দিয়েছেন চাল ডাল আলু সহ অনন্যা রান্নার বাজার।
আর গত শনিবার থেকে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত কে দেখা যাচ্ছে গ্রামে ঘুরে ঘুরে নিজের উদ্যোগে যে সব বাড়ির ছাউনি উড়ে গিয়েছিলো সেই সব বাড়ি গুলিতে চার জন মিস্ত্রী কে সঙ্গে নিয়ে তিনি নিজেই নতুন আসবেস্টার লাগানোর কাজ করছেন। রীতিমতো তিনি সিঁড়ি বেয়ে নিজেই আসবেস্টার তুলে দিচ্ছেন বাড়ির চালে। আর মাথার উপরে ছাদ হারিয়ে দুশ্চিন্তায় থাকা গ্রামবাসীরা দুদিনের মধ্যেই তাদের মাথার উপরে আবার ছাদ ফিরে পেয়ে স্বাভাবিকভাবে খুশি তারা। তারা বলেন,' “কে ভাবতে পেরেছিল, বিধায়ক নিজে ছাদে উঠে আসবেস্টার বসাবেন! শুধু রাজনীতি নয়, তিনি মানুষ হয়ে পাশে দাঁড়িয়েছেন। এই দৃশ্য আমরা কোনওদিন ভুলব না।”
আর গত শনিবার থেকে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত কে দেখা যাচ্ছে গ্রামে ঘুরে ঘুরে নিজের উদ্যোগে যে সব বাড়ির ছাউনি উড়ে গিয়েছিলো সেই সব বাড়ি গুলিতে চার জন মিস্ত্রী কে সঙ্গে নিয়ে তিনি নিজেই নতুন আসবেস্টার লাগানোর কাজ করছেন। রীতিমতো তিনি সিঁড়ি বেয়ে নিজেই আসবেস্টার তুলে দিচ্ছেন বাড়ির চালে। আর মাথার উপরে ছাদ হারিয়ে দুশ্চিন্তায় থাকা গ্রামবাসীরা দুদিনের মধ্যেই তাদের মাথার উপরে আবার ছাদ ফিরে পেয়ে স্বাভাবিকভাবে খুশি তারা। তারা বলেন,' “কে ভাবতে পেরেছিল, বিধায়ক নিজে ছাদে উঠে আসবেস্টার বসাবেন! শুধু রাজনীতি নয়, তিনি মানুষ হয়ে পাশে দাঁড়িয়েছেন। এই দৃশ্য আমরা কোনওদিন ভুলব না।”
আর এবিষয়ে সাধারণ মানুষের দরাজ প্রশংসা পাওয়া সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত বলেন, "আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে আজকে আমরা যে সমস্ত বাসিন্দাদের ঘরের ছাদ ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়েছিলো তাদের ঘর গুলিতে মিস্ত্রী দিয়ে নতুন আসবেস্টার লাগিয়ে আবার বাস যোগ্য করে দেওয়া হলো। আপনারা জানেন, আমরা ঝড়ের পর থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত এই গ্রামের মানুষের পাশে আছি সে ত্রাণ দেওয়া থেকে শুরু করে আহতদের হাসপাতালে ভর্তি করা পর্যন্ত। আর এই সমস্তটায় হচ্ছে মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে। যা আগামী দিনেও অব্যাহত থাকবে!"


