কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। রাজনৈতিক প্রতিহিংসা নাকি গোষ্ঠীদ্বন্দ্ব? উঠছে প্রশ্ন !
সুন্দরবন টিভি নিউজ ডেক্স, কুলতলিঃ দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার বৃন্দাবন খেয়া এলাকায় রবিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী সেলিম খা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সেলিমবাবু দোকানে বসেছিলেন। হঠাৎ এলাকায় বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের সুযোগে কয়েকজন দুষ্কৃতী আচমকা তাঁর দোকানের সামনে গিয়ে পরপর চার রাউন্ড গুলি চালায় এবং তিনটি বোমা চার্জ করে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সেলিম খা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা চালানো হয়েছে। তবে পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনার পেছনে কারা যুক্ত, তা স্পষ্ট করেনি। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের সক্রিয় কর্মীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা চালানো হয়েছে। তবে পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনার পেছনে কারা যুক্ত, তা স্পষ্ট করেনি। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের সক্রিয় কর্মীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, এটি স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের ফল। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আহত সেলিম খার শারীরিক অবস্থা আপাতত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।