পাথরপ্রতিমায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মুহূর্তে ছাই হয়ে গেল গোটা ফার্ম।
নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা : দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি পোলট্রি ফার্ম। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে ভাজনা বেনেপাড়া সংলগ্ন মন্দিরতলা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ শতক জমির উপর গড়ে ওঠা ওই পোলট্রি ফার্মে কিছুদিন আগেই বেশিরভাগ মুরগি বিক্রি হয়ে গিয়েছিল। ফলে আগুন লাগার সময় ফার্মে খুব কম সংখ্যক মুরগি ছিল। তবে ফার্মের ভেতরে থাকা কাঠ, খড়, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়।আর এই খবর ছড়িয়ে পড়তেই প্রথমে স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের তরফে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। তবুও আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ফার্মটি ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে দমকল বিভাগে খবর দেওয়া হলেও, তাঁদের পৌঁছানোর আগেই সমস্ত কিছু ছাই হয়ে যায়। ঘটনায় প্রাণহানির খবর না থাকলেও, ফার্মের মালিকের প্রভূত আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।


