নুরসেলিম লস্কর,বাসন্তী : আবারও কুমিরের আক্রমণে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর নাম বিশ্বজিৎ সরদার (৫০)। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গহীন জঙ্গলের নেতিধোপানি হাড়িকাঠি নদীর খাঁড়িতে। ঘটনায় তদন্ত শুরু করেছে বনদপ্তর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত ৩ নম্বর ঝড়খালির বাসিন্দা বিশ্বজিৎ সরদার শুক্রবার সকালে প্রতিবেশী তপন মিস্ত্রী, তাপস মিস্ত্রী ও দিলীপ বৈরাগীর সঙ্গে মাছ-কাঁকড়া ধরতে যান। শনিবার সন্ধ্যায় হাড়িকাঠি নদীতে মাছ-কাঁকড়া ধরবার সময় আচমকাই এক কুমির বিশ্বজিৎবাবুকে আক্রমণ করে নদীর গভীরে টেনে নেয়। সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। রবিবার সন্ধ্যায় অন্যান্য জেলেরা গ্রামে ফিরে ঘটনাটি জানান। খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে বিশ্বজিৎবাবুর পরিবার ও প্রতিবেশীরা। লক্ষ্মী পুজোর প্রাক্কালে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঝড়খালিতে।
আর এবিষয়ে নিখোঁজ মৎস্যজীবীর স্ত্রী নমিতা সরদার জানিয়েছেন, “বাড়িতে লক্ষ্মী পুজো। খরচের টাকাও ছিল না, তাই বৈধ অনুমতি নিয়ে মাছ ধরতে গিয়েছিল। আজ স্বামী নেই, সংসার কীভাবে চলবে জানি না।” অন্যদিকে বনদপ্তরের তরফে জানানো হয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে এতিমধ্যেই অনুসন্ধান শুরু হয়েছে।