ক্যানিং লোকালে মহিলা কামরায় ছুরি হাতে যুবক ! দুষ্কৃতিদের স্বর্গরাজ্যে পরিণত হওয়া লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের ঢেউ।
নুরসেলিম লস্কর, ক্যানিং : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের মহিলা কামরায় উঠে পড়েছে এক যুবক। হাতে ছুরি, চোখ রাঙিয়ে উদ্যত ভঙ্গিতে রয়েছে যাত্রীদের দিকে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মহিলা কামরায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি, ‘সুন্দরবন টিভি’। তবে ভিডিও ঘিরে নিত্যযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে,ঘটনাটি কয়েক দিন আগের। দুপুর ১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়া ডাউন ট্রেনটি তালদি স্টেশন ছাড়ার পর ওই যুবক উঠে পড়ে মহিলা কামরায়। মহিলা যাত্রীরা তার আচরণে আপত্তি তুলতে শুরু করলে হঠাৎই সে কোমর থেকে ছুরি বের করে নেয়। এরপর যাত্রীদের উদ্দেশ্যে ধমক-চমক শুরু করে দেয়। ভয়ে সবাই সিঁটিয়ে যায়। আর ট্রেন ক্যানিং স্টেশনে ঢুকলে আচমকাই কামরা থেকে লাফিয়ে পালিয়ে যায় ওই যুবক। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত থাকা জিআরপি বা আরপিএফ কেউই দুষ্কৃতির টিকিও ছুঁতে পারেনি! আর এই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কিত নিত্য মহিলা যাত্রীরা। তাঁদের অভিযোগ— “চলন্ত ট্রেনে যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। প্রতিনিয়ত দুষ্কৃতিদের তাণ্ডব বাড়ছে। মহিলা কামরায় নিয়মিত আরপিএফ বা জিআরপি-র উপস্থিতি থাকে না। এভাবে চলতে থাকলে লোকাল ট্রেন দুষ্কৃতিদের আখড়ায় পরিণত হবে।” যাত্রীদের আরো মত, রেল কর্তৃপক্ষের উচিত অবিলম্বে নজরদারি বাড়ানো, মহিলা কামরায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা এবং চলন্ত ট্রেনে দুষ্কৃতিদের দৌরাত্ম্য রোখা। নইলে আগামী দিনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।


