আজ থেকে শুরু হচ্ছে সুন্দরবনে বাঘ গণনার কাজ।

আজ থেকে শুরু হচ্ছে সুন্দরবনে বাঘ গণনার কাজ। 


প্রশান্ত সরকার
ঝড়খালীঃ সুন্দরবনের বাদাবনে ঠিক কতটি রয়্যাল বেঙ্গল টাইগার বিচরণ করছে, তা নির্ভুলভাবে জানতে আজ থেকেই শুরু হলো অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন বা সর্বভারতীয় বাঘ গণনার কাজ। শীতের মরশুমে নদী-খাঁড়িতে বারবার বাঘের দেখা মিলতে থাকায় এ সময়টিকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অধীনে সুন্দরবনের গহন অরণ্যে মোট ৩২০টি ইনফ্রা-রে ক্যামেরা বসানো হচ্ছে। মাতলা রেঞ্জে ৪০টি, রায়দিঘি ও রামগঙ্গা রেঞ্জে ১৪০টি করে ক্যামেরা স্থাপন করা হবে। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে ক্যামেরা বসানোর কাজ। প্রায় ৪১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে নজরদারি করবে এই ক্যামেরাগুলি, যা ৪৫ দিন ধরে ছবি ও ভিডিও সংগ্রহ করবে। এবারের বাঘ গণনায় শুধু বাঘের গতিবিধি নয়, নজর দেওয়া হবে তাদের খাদ্যাভ্যাস ও খাদ্যের প্রাপ্যতার ওপরও। হরিণ, বুনো শুকরসহ তৃণভোজী প্রাণীর উপস্থিতি ক্যামেরায় নথিভুক্ত করে বাঘের বাস্তুতন্ত্রের মান যাচাই করা হবে। প্রথমবারের মতো এই বিশেষ পর্যবেক্ষণ যুক্ত হওয়ায় তথ্য আরও নির্ভুল হবে বলে আশা বনদফতরের। এই বৃহৎ প্রকল্পে প্রায় ২৫০ জন বনকর্মী নিয়োজিত রয়েছেন এবং তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। অতীতে ক্যামেরা ট্র্যাপে বাঘের শিকার ধরা, শাবকদের নিয়ে মায়ের চলাফেরা, আচরণগত নানা দিক উঠে এসেছিল। এবারও আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ। দুই বছর আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। বনদফতরের ধারণা, বর্তমানে তা ১০০-র বেশি। আজ থেকে শুরু হওয়া এই গণনার রিপোর্টে সংখ্যা বৃদ্ধির ইতিবাচক চিত্র উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন