বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবার সাব-ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (PHED) কাছে বিপুল অঙ্কের বকেয়া পরিশোধের দাবিতে আজ তীব্র বিক্ষোভ ও গণডেপুটেশন দিলেন অল বেঙ্গল পি এইচ ই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। জল জীবন মিশনসহ একাধিক প্রকল্পের দীর্ঘদিনের বকেয়া পেমেন্ট না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন ঠিকাদাররা।সংগঠনের সিভিল উইং-এর আহ্বানে আজ ডায়মন্ড হারবারে বিক্ষোভের আয়োজন করা হয়। এরপর PHE ডি-অফিসারের কাছে ডেপুটেশন জমা দেন উপস্থিত ঠিকাদার প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১লা ডিসেম্বর দুপুর ১২টায় সল্টলেকের JKB (সেক্টর V) ভবনে ‘PHE দপ্তর চলো’ কর্মসূচি পালন করা হবে। আজকের বিক্ষোভ সেই কর্মসূচিকে সফল করার পূর্ব পদক্ষেপ।
আর এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি গৌতম মুখার্জি, ঠিকাদার বিধান দাস, মোনা মন্ডল, তপন বারিক, আব্দুল লতিফ পাইকসহ ডায়মন্ড হারবার সাব-ডিভিশনের বহু ঠিকাদার। আর এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে—“যদি দ্রুত সময়ের মধ্যে বকেয়া পাওনা মেটানো না হয়, ডিসেম্বর মাসে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।” এখন দেখার দীর্ঘ বকেয়া সমস্যার সমাধানে দপ্তর কতটা দ্রুত পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে ঠিকাদার মহল।


