সমাজকে বিভাজনের চেষ্টা চলছে ! NRC–SIR ইস্যুতে ক্ষোভ মানবাধিকার মহলে !

সমাজকে বিভাজনের চেষ্টা চলছে ! NRC–SIR ইস্যুতে ক্ষোভ মানবাধিকার মহলে !


বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার : নাগরিকত্ব মানুষের জন্মগত অধিকার, তা কোনো প্রশাসনিক পরীক্ষার বিষয় হতে পারে না। শনিবার ডায়মন্ড হারবারে 'CPDRS'-এর মহকুমা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় এভাবেই নিজের বক্তব্য তুলে ধরলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। এদিন সংগঠনের পক্ষ থেকে ‘NRC না SIR’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন -7479159697


রাজ্য জুড়ে এনআরসি (NRC) এবং এসআইআর (SIR) নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা দূর করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুজাত ভদ্র। এছাড়াও মঞ্চে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রাজকুমার বসাক, কোষাধ্যক্ষ জ্ঞানতোষ প্রামাণিক এবং মহকুমা সম্পাদক সেরাফ হোসেন পুরকাইত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিহারের পর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র, পিছিয়ে পড়া শ্রেণি, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নাগরিকত্ব নিয়ে নতুন করে আতঙ্ক দানা বাঁধছে। এই প্রসঙ্গে সুজাত ভদ্র বলেন, "নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। একজন নাগরিককে ডেকে তিনি নাগরিক কি না, তার প্রমাণ চাওয়া সম্পূর্ণ বেআইনি এবং অগণতান্ত্রিক প্রক্রিয়া। এটি আইনের পরিপন্থী।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 7479159697


" CPDRS নেতৃত্বের অভিযোগ, নাগরিকত্বের নামে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে সমাজকে বিভাজিত করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী দিনে গ্রাসরুট লেভেলে বা একদম নিচুতলায় গিয়ে গণআলোচনা এবং আইনি সচেতনতা বৃদ্ধির কর্মসূচি নেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের সভায় শতাধিক মানুষ অংশ নেন এবং বক্তারা স্পষ্টভাবে বার্তা দেন যে, নাগরিকত্ব প্রমাণের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া চলবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন