প্রত্যন্ত সুন্দরবনে দুই সমাজসেবীর অনুপ্রেরণামূলক ভূমিকা—শীতের আগেই উষ্ণতার উপহার মাদ্রাসার আবাসিকছাত্রদের।

প্রত্যন্ত সুন্দরবনে দুই সমাজসেবীর অনুপ্রেরণামূলক ভূমিকা—শীতের আগেই উষ্ণতার উপহার মাদ্রাসার আবাসিকছাত্রদের


নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : ম্যানগ্রোভে ঘেরা ঘন জঙ্গল, নদী আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা –এইসবের মাঝেই দাঁড়িয়ে আছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম উত্তর অঙ্গদবেরিয়া। ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির অধীন দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় বহু বছর ধরে মাওলানা আব্দুর সালাম সাহেবের উদ্যোগে চলছে উত্তর অঙ্গদবেরিয়া হাক্কানী খারিজী মাদ্রাসা। এখানে দেড়শোরও বেশি ছাত্র আবাসিকভাবে থেকে বাংলা মাধ্যমের পাশাপাশি আরবি শিক্ষায় নিজেদের গড়ে তুলছে।



আর শীতের কামড় বাড়তেই ঐ আবাসিক ছাত্রদের ঠান্ডার কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে এলেন এলাকার দুই সমাজসেবী—সুন্দরবনের কবি ফারুক আহমেদ সরদার ও বিশিষ্ট সমাজকর্মী মাওলানা আনোয়ার হোসেন কাশেমী। তাঁদের উদ্যোগে এদিন মাদ্রাসার প্রত্যেক ছাত্রের হাতে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আর এই উপহার সামগ্রী পেয়ে খুশিতে মুখ উজ্জ্বল ছাত্র–শিক্ষকদের। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, “এতো প্রান্তিক এলাকায় আবাসিক ছাত্রদের প্রতি এই সহযোগিতা সত্যিই আশীর্বাদস্বরূপ। এমন উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।”



স্থানীয়রা বলেন, সুন্দরবনের কঠিন বাস্তবতার মাঝেও এভাবেই মানবিকতা বাঁচিয়ে রাখেন কিছু মানুষ—যারা নীরবে, নিয়মিতভাবে সমাজের দুর্বল মানুষের পাশে দাঁড়ান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন