নিজেস্ব প্রতিনিধি, সুন্দরবন : টানা কয়েক দিন ধরে সুন্দরবনের বিভিন্ন স্থানে পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র পাল তোলা নৌকা শুটিং শেষ হল।সুন্দরবনের মাতলা অঞ্চলের মাতলা নদীর পাড়ে এবং গোপালপুর অঞ্চলের গলাডহরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্যে ক্যামেরায় বন্দী হল পাল তোলা নৌকা ফিল্মের বিভিন্ন চিত্রনাট্য।এই ফিল্মের কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালক বিশ্বজিৎ পাল এবং সংগীত পরিচালক সত্যজিৎ পাল।সহকারী পরিচালক অয়ন রায় ও ঋতুরাজ মজুমদার এবং ডিওপি অমিত মুখার্জি।পাল তোলা নৌকা ফিল্মের শিশু শিল্পী সর্বজিৎ পাল এবং রিমিতা মন্ডল তাদের অভিনয়ে দর্শক মন ছুঁয়ে যাবে এমনি আশাবাদী প্রোডাকশন হাউস।
এই ফিল্মে অসাধারণ গান গুলি গেয়েছে লিপিকা দে, স্নেহাশিস বাগ,বিশ্বজিৎ পাল।গানের কথা বিশ্বজিৎ পাল।সুন্দরবনের জল জঙ্গল মানুষের জীর্বিকা বাঘ বিধবাদের করুন কাহিনী ফুঁটিয়ে তোলা হয়েছে এই ফিল্মে।ফিল্মের সম্পদনা তথা সহকারী পরিচালক অয়ন রায় বলেন অসাধারণ একটা গল্প নিয়ে পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র পাল তোলা নৌকা ফিল্মটি তৈরি হচ্ছে।আশাকরি সকলের ভালো লাগবে।সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্য ও জল জঙ্গল মানুষের কাহিনী নিয়ে এই ফিল্মে গল্প।তিনি আরও বলেন এই ফিল্মে সকলেই ভালো অভিনয় করেছে।পাল তোলা নৌকা ফিল্ম টি দেশ বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোর জন্য তৈরি হচ্ছে।সবে এই ফিল্মের শুটিং শেষ হয়েছে।
এই ফিল্মে অভিনয় করেছে সজল দাস,ঝর্ণা ঘোষ,শ্রেয়া মজুমদার,উৎপল ঘোষ,সৃষ্টি সরকার,প্রশান্ত সরকার,শ্রেয়া দাস,সংকর মাইতি,অয়ন রায়,স্বপন দত্ত বাউল অন্যান্য শিল্পী কুশলী।এদিকে ইতিমধ্যে পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সুন্দরবনের বেলা এবং সবুজ দ্বীপের পাঠশালা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে।এমনকি কলকাতা শহীদ সূর্য সেন ভবনে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সুন্দরবন সমন্বিত পুরস্কৃত হয় সুন্দরবনের বেলা ফিল্ম টি।


