শুরু হলো 'বারুইপুর মিলন মেলা' । উদ্বোধনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সায়নী ঘোষ ।

শুরু হলো 'বারুইপুর মিলন মেলা' । উদ্বোধনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সায়নী ঘোষ ।

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : উৎসবমুখর আবহে পর্দা উঠল দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জনপ্রিয় বারুইপুর মিলন মেলা ২০২৫-এর। দেখতে দেখতে ১৬তম বর্ষে পা রাখল এই মেলা। বুধবার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট সমাজসেবী ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা।


এক মাসব্যাপী চলবে এই বারুইপুর মিলন মেলা, যা প্রতিবছরই দক্ষিণ ২৪ পরগনার অন্যতম বড় আকর্ষণ হয়ে ওঠে। মেলার কর্ণধার সঞ্জীব সরকার জানান, “এই বছর মোট ৬৬টি স্টল রয়েছে— রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্য থেকেও বহু ব্যবসায়ী ও প্রদর্শক অংশ নিয়েছেন।” আর এই মেলায় কেবল কেনাকাটাই নয়, বিনোদনের দিক থেকেও এই মেলা যেন এক মিনি ডিজনিল্যান্ড! কারণ, ১৬টিরও বেশি রাইড থাকছে দর্শকদের জন্য— যার মধ্যে উল্লেখযোগ্য টোরা টোরা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, জাম্পিং ফ্রগ, জায়ান্ট হুইল এবং বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার শিল্পীদের পরিচালিত ‘জল পরী শো’ ও ‘সুনামি রাইড’।
 

এই মেলার সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর সাড়ে তিনটা থেকে রাত ন’টা পর্যন্ত খোলা থাকবে এই মিলন মেলা। আর বিনোদনের পাশাপাশি খাওয়া-দাওয়ার দিকেও রয়েছে জমজমাট আয়োজন— বাংলাদেশের পিঠাপুলি, ঢাকাই পরোটা, নানা রকম চাট-মশলা, বাদাম-গুড়ের জিলাপি থেকে শুরু করে দেশি-বিদেশি নানা খাবারের সমারোহ। সেই সঙ্গে শিল্প ও সংস্কৃতির সমন্বয়েও ভরপুর এই মেলা। বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে আসা শিল্পীরা কাঁথা স্টিচ ও হস্তশিল্পের ডালি নিয়ে হাজির হয়েছেন এখানে। সেই সঙ্গে নিরাপত্তার দিকেও রয়েছে কড়া নজর। মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং মোতায়েন রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী। আর সব মিলিয়ে ঠান্ডার শুরুতেই এমন এক বর্ণময়, সংস্কৃতি ও বিনোদনে ভরপুর মেলা উপহার পেয়ে খুশি বারুইপুরবাসী । আর প্রতি বছরের মতো এবারও এই মেলা কেবল ব্যবসা-বাণিজ্য নয়, বারুইপুরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের মিলনস্থল হয়ে উঠেছে— তাই তো সত্যিকার অর্থেই বারুইপুরের এই মেলা  'মিলন মেলা’।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন