সুন্দরবন উপকূলের নোনা হাওয়ায় কবিতার উচ্ছ্বাস!বকখালিতে অনুষ্ঠিত হলো ‘সমুদ্র জানালা কবিতা উৎসব ২০২৫’।
সুন্দরবন টিভি নিউজ ডেক্স : উপকূল মানে শুধু ঢেউয়ের গর্জন নয়, সেখানে লুকিয়ে থাকে কবিতার প্রতিধ্বনি, সংগীতের সুর আর মানবিকতার মেলবন্ধন। সেই ছন্দেই এ বছরও বকখালির আকাশজুড়ে বাজল কবিতার সুর। বকখালি ইকোপার্ক প্রবর্তক আশ্রম প্রাঙ্গণে গত সোমবার থেকে শুরু হয় দু’দিনব্যাপী ‘সমুদ্র জানালা বকখালি কবিতা উৎসব ২০২৫’, যেখানে কবিতা, সংগীত, শিল্প ও আলোচনার এক অনন্য আসর বসেছিল উপকূলের বুকে।
নোনা হাওয়া, ঝাউগাছের ছায়া আর কবিদের হৃদয়ের ভাষা মিলিয়ে বকখালি এই দুই দিন যেন পরিণত হয়েছিল এক সাহিত্য-নগরীতে। আর এই উৎসব কমিটির মূখ্য উপদেষ্টা ছিলেন কবি স্বপন কুমার দাস, সভাপতি নলিনী দাস, ও সম্পাদক বীরেন্দ্র কৃষ্ণ পড়ুয়া। সহ-সভাপতি হিসেবে ছিলেন কবি শরৎ চট্টোপাধ্যায় ও কবি সুনেন্দু পাত্র, কোষাধ্যক্ষ কবি সৌগত প্রধান, এবং সদস্য হিসেবে দায়িত্ব সামলান কবি ধ্রুব বিকাশ মাইতি, কবি বিকাশরঞ্জন হালদার, কবি মনোজ জানা, কবি মলয় কুমার দাস, কবি কর্ণ প্রামাণিক ও কবি মানস কুমার দোলই।
আর এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কবি ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। আর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “বকখালির এই নোনা হাওয়াতেও কবিতার সুর ভেসে আসে— এ এক অনন্য অনুভূতি।” আর প্রতি বছরের মতো আর্থিক পুরস্কার-সহ এ বছরও প্রদান করা হলো ‘সমুদ্র জানালা কবি সম্মাননা ২০২৫’, । এই বছরের সম্মানপ্রাপ্ত কবিরা হলেন— কবি প্রবাল কুমার বসু, কবি যশোধরা রায় চৌধুরী, ও কবি বিভাস রায় চৌধুরী।
আর দু’দিনব্যাপী এই উৎসবে প্রায় দুই শতাধিক কবি অংশ নেন। কবিতা পাঠ, সংগীত পরিবেশনা, সাহিত্য আলোচনা ও সম্মাননা প্রদান— প্রতিটি পর্বেই উপচে পড়ে দর্শক ও কবি-সাহিত্যিকদের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি রাজ্যের বাইর থেকেও বহু কবি সাহিত্যিক বকখালিতে উপস্থিত হন কবিতার আহ্বানে। সেই সঙ্গে শিল্পের দিকেও ছিল এক অন্য মাত্রা। চিত্রশিল্পী পলাশ দাস, মৃণাল কান্তি গায়েন, দেবাশীষ সাহা, পান্থ মাইতি ও মনিশঙ্কর তাঁদের ক্যানভাসে উপকূলের নোনাজল ও কবিতার আবেগকে তুলে ধরেন। আর কবি দের এই উৎসবের মূখ্য উপদেষ্টা কবি স্বপন কুমার দাস এই অনুষ্ঠান সম্পর্কে জানান,“কবিতাই পারে মানুষকে আলোর পথে নিয়ে যেতে। তাই প্রত্যেকেরই কবিতার সঙ্গে থাকতে হবে, মানবিকতার পাশে থাকতে হবে।” তাই তো দিন শেষে যখন সাগরের হাওয়া বইতে শুরু করে, তখন মনে হয়— উপকূল শুধু ঢেউয়ের নয়, কবিতার ছন্দেও মুখরিত। আর বকখালির এই কবিতা উৎসব প্রমাণ করল— কবিতা আজও জীবনের সবচেয়ে সুন্দর ‘সমুদ্র জানালা’।


