মোটা টাকার বিনিময়ে 'CAA' এর ফর্ম ফিলাপের অভিযোগ ! বিতর্কে 'হিন্দু জাগরন মঞ্চ' । চাঞ্চল্য বাসন্তীতে ।
নুরসেলিম লস্কর, বাসন্তী : দেশ জুড়ে SIR অবহের মধ্যে এবার টাকার বিনিময়ে CAA ফর্ম ফিলাপ করানোর অভিযোগে চঞ্চল্য ছাড়ালো দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে! জানাগিয়েছে, বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় হিন্দু জাগরন মঞ্চের তরফে রীতিমতো ক্যাম্প খুলে কোথাও হাজার টাকা কোথাও আবার বারো-শো টাকার বিনিময়ে চলছে সিএএ-র ফর্ম ফিলাপ। আর এই বিষয় কে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তৃণমূল, বিজেপি রাজনৈতিক তরজা ।
এবিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে,বর্তমানে রাজ্যে এসআইআর (SIR) সংক্রান্ত আতঙ্কে বহু মানুষ দিশেহারা। সেই পরিস্থিতির সুযোগ নিয়েই বিজেপি-ঘনিষ্ঠ সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মানুষকে ভয় দেখাচ্ছেন এবং বিভ্রান্ত করছেন। যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, তাঁদের উদ্দেশ্যে “সমস্যায় পড়তে পারেন” বলে আতঙ্ক ছড়ানো হচ্ছে। অভিযোগ আরও গুরুতর—CAA ফর্ম ফিলাপের পাশাপাশি ওই মানুষদের ‘হিন্দুত্বের সার্টিফিকেট’ বানিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে। তৃণমূল নেতৃত্বের আরো অভিযোগ, পশ্চিমবঙ্গে এখনও CAA কার্যকর হয়নি। কেন্দ্রীয় নির্দেশিকা কার্যকর না-হওয়ার পরেও পরিকল্পিত ভাবে মানুষকে ভুল পথে চালিত করে টাকা আদায় করা হচ্ছে। ফলে এলাকায় আতঙ্ক বাড়ছে তাঁদের মধ্যেই, যারা বহু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং যাদের নাম প্রাচীন ভোটার তালিকায় নেই। আর দলের সুরে সুর মিলিয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল বলেন, " CAA এর নাম করে বেআইনি ভাবে বিজেপি যেভাবে মোটা টাকার বিনিময়ে ফর্ম ফিলাপ করাচ্ছে তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিরুদ্ধে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো সেই সঙ্গে প্রশাসনকেও জানাচ্ছি এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। "
আর তৃণমূল ও স্থানীয়দের অভিযোগ পুরোপুরি অস্বীকার না করে হিন্দু জাগরণ মঞ্চের তরফে জানানো হয়েছে,'তাঁরা কোন অনৈতিক কাজ করছে না! বরং মানুষের সুবিধার্থে তাঁরা সহায়তা করছেন। কেবল মাত্র এই ফর্ম ফিলাম করতে যেটুকু খরচ হয় সেই অর্থের বিনিময়ে ।
" আর এবিষয়ে বিজেপির জয়নগর সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, " আমাদের দলের তরফে এরকম কোন কাজ বাসন্তীর কোথাও হচ্ছে না। আমরা এবিষয়ে কিছু জানিনা। " তবে, সব মিলিয়ে SIR নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এই ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে বাসন্তী এলাকায় । আর এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার দাবি তুলছেন স্থানীয়রা ।



