প্রতিবন্ধী ও বধির যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক।

প্রতিবন্ধী ও বধির যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক।

নিজেস্ব প্রতিনিধি,হাড়োয়া : লজ্জাজনক ও নিন্দনীয় এক ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা এলাকা। এক ২৪ বছরের প্রতিবন্ধী মুখ ও বধির যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁরই প্রতিবেশী এক যুবককে।


 অভিযোগ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৪ তারিখ গভীর রাতে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক ওই প্রতিবন্ধী যুবতীর বাড়িতে ঢুকে প্রথমে তাঁর ওপর শারীরিক ও যৌন নির্যাতন চালায়। এরপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। অসহায় যুবতী বাধা দিতে গেলে সে চিৎকার-চেঁচামেচি শুরু করে। সেই চিৎকারে পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়লেও সাহস সঞ্চয় করে গতকাল হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ দ্রুত একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশি তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে গুরুতর অভিযোগের সত্যতা মেলায়, গতকাল রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


  আর এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, বিশেষভাবে সক্ষম ও প্রতিবন্ধী মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠে এসেছে।আর এবিষয়ে হাড়োয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন