বারুইপুরে অনুষ্ঠিত হলো ওলামা–মাশায়েখদের ঐতিহাসিক মিলনমেলা।

বারুইপুরে অনুষ্ঠিত হলো ওলামা–মাশায়েখদের ঐতিহাসিক মিলনমেলা।


নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : কনকনে শীতের রাতেও দ্বীনি আমেজ ও হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হিমচি। গত বুধবার রাতে স্থানীয় মুর্শিদিয়া যুব কমিটি ও হিমচি গ্রামবাসীর যৌথ উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ‘সরকার কুতুবে মিল্লাত’ কনফারেন্স ও দাস্তারে হিফয মাহফিল।


      এদিন সন্ধ্যা থেকেই হিমচি ও সংলগ্ন নবগ্রাম এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন জেলা থেকে আগত উলামা–মাশায়েখ, তালিবুল ইলম ও সাধারণ মুসল্লিদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা। আর এই ঐতিহাসিক মাহফিলে সভাপতিত্ব করেন খিদিরপুর দরবার শরীফের গদ্দিনশীন পীর, হযরত আল্লামা ও মাওলানা মুফতি সৈয়দ শাহ গোলাম মুস্তারশিদ আল কাদেরী। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন খিদিরপুর দরবার শরীফের নায়েবে গদ্দিনশীন হযরত মাওলানা সৈয়দ শাহ গোলাম ইস্তেরশাদ আল কাদেরী।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফারাক্কা থেকে আগত ওস্তাজুল আসাতিজা, শাইখুল হাদিস হযরত আল্লামা মাওলানা মুফতি মুমতাজউদ্দিন হাবিবী কাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ দুআ ও নসিহত পেশ করেন বীরভূমের লোহাপুর বড়া খানকাহ শরীফের সাজ্জাদানশীন, আওলাদে গাউসে আজম হযরত আল্লামা সৈয়দ শাহ মোহাম্মদ আলী দস্তগীর আল কাদেরী (ছোট হুজুর পাক)। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন সাকুকপোতা থেকে আগত শাইখুল আসাতিজা হযরত আল্লামা মাওলানা মুফতি মকবুল হোসেন রেজভী।



প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম নিবাসী প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হযরত আল্লামা মাওলানা মুফতি আবু বাকার মিসবাহী। এছাড়াও কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখেন মুর্শিদাবাদের তরুণ তেজস্বী বক্তা মুফতি আবুল কালাম আজাদ ক্বাদেরী, মুফতি আব্দুল মোস্তফা মোজাদ্দেদী এবং বীরভূম থেকে আগত মুফতি মোঃ মঈনউদ্দিন আল কাদেরী রেজভী। মাহফিল পরিচালনার গুরুদায়িত্ব সুচারুরূপে পালন করেন হযরত মাওলানা আজিজুর রহমান, হযরত মাওলানা মোহাম্মদ ইকবাল আহমেদ কাদেরী (হিমচি মধ্যম পাড়া) ও হযরত মাওলানা মোহাম্মদ নূর হোসেন ক্বাদেরী (হিমচি মণ্ডল পাড়া)। অনুষ্ঠানে ক্বেরাত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন হুগলি থেকে আগত বিশিষ্ট ক্বারী হযরত গোলাম শামসুত তাবরেজ কাদেরী। ত্বরিকতের দিশারী হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার সৈয়দ খুরশিদ আলী আল-কাদেরী, মাওলানা হাসনায়ন হায়দার কাদেরী ও হাফেজ ক্বারী মুস্তাকিম রেজা নূরী। এছাড়াও অতিথি বরণ ও অভ্যর্থনায় নিয়োজিত ছিলেন এলাকার অন্যান্য বিশিষ্ট উলামায়ে কেরাম। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুবসমাজ ও মুরুব্বিদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই বিশাল দ্বীনি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। গভীর রাত পর্যন্ত চলা এই আধ্যাত্মিক সমাবেশে দেশ, জাতি ও সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন