নতুন বছরের আগেই সুন্দরবনে বাঘ দর্শনে উচ্ছ্বসিত পর্যটকেরা।

নতুন বছরের আগেই সুন্দরবনে বাঘ দর্শনে উচ্ছ্বসিত পর্যটকেরা।

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন : শীতের ছুটি মানেই বাঙালির প্রিয় গন্তব্য সুন্দরবন। আর সুন্দরবন মানেই রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু বহু ক্ষেত্রেই দীর্ঘ ভ্রমণের পরও বাঘের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয় পর্যটকদের। তবে নতুন বছর আসার আগেই সেই হতাশা কাটল। এবার সুন্দরবনের গভীর অরণ্যে একসঙ্গে তিনটি রয়েল বেঙ্গল টাইগারের দেখা পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত পর্যটকেরা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া ও কলকাতা থেকে আগত প্রায় ২০ জন পর্যটকের একটি দল শীতের ছুটি কাটাতে সুন্দরবনে এসেছিলেন। কৈখালী ঘাট থেকে লঞ্চে করে তাঁরা জঙ্গল ভ্রমণে বের হন। ভ্রমণকালে বনদফতরের বনি ক্যাম্প ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় জঙ্গলের সৌন্দর্য উপভোগ করার সময় হঠাৎই পর্যটকদের চোখে পড়ে রয়েল বেঙ্গল টাইগার। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি নয়—একসঙ্গে তিনটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে বনদফতরের তৈরি মিষ্টি জলের জলাশয়ে জল পান করতে আসে। সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও সক্ষম হন পর্যটকেরা। বাঘ দর্শনে আনন্দে আত্মহারা পর্যটকেরা। পুরুলিয়ার বাসিন্দা সোমা বিশ্বাস বলেন,“আমরা বাঘ দেখার আশাতেই সুন্দরবনে এসেছিলাম। কখনও ভাবিনি একসঙ্গে দু’টি বাঘ দেখতে পাব। জঙ্গল থেকে বেরিয়ে জলাশয়ে জল পান করার দৃশ্য আমাদের জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”


আর এ বিষয়ে সুন্দরবনের মুখ্য বন আধিকারিক (DFO) নিশা গোস্বামী জানান, “বনি ক্যাম্প এলাকায় বন্যপ্রাণীদের পানীয় জলের সংকট মেটাতে বনদফতরের পক্ষ থেকে একাধিক মিষ্টি জলের জলাশয় তৈরি করা হয়েছে। সাধারণত হরিণ থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণী সেখানে জল পান করতে আসে। সেই কারণেই মাঝে মাঝে বাঘের দেখা মিলছে।” আর নতুন বছরের আগে এমন সৌভাগ্যজনক বাঘ দর্শনে পর্যটকদের মুখে হাসি, আর সুন্দরবনের পর্যটন ক্ষেত্রেও নিঃসন্দেহে বাড়তি উৎসাহ জোগাল এই ঘটনা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন