বর্ষ বরণের রাত জুড়ে একের পর এক পথ দুর্ঘটনা ! গুরুতর জখম ৫ যুবক।

বর্ষ বরণের রাত জুড়ে একের পর এক পথ দুর্ঘটনা ! গুরুতর জখম ৫ যুবক।

নুরসেলিম লস্কর, ক্যানিং : বর্ষবরণের রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ও বারুইপুর থানা এলাকায় পৃথক তিনটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন মোট পাঁচজন যুবক। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনাগুলিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখমদের নাম রমজান মণ্ডল, রাহুল মোল্লা, রোহিত পৈলান, শুভ মণ্ডল ও আবির হোসেন শেখ। প্রথম দুর্ঘটনাটি ঘটে বাসন্তী থানার সোনাখালি সংলগ্ন এলাকায়। রাতে দুটি বাইকে করে চারজন যুবক যাওয়ার সময় রাস্তার একটি বাম্পার পার হতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে চারজনই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়।



দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বাসন্তী থানার কলতলা এলাকায়। সেখানে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন আবির হোসেন শেখ। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
অন্যদিকে, তৃতীয় দুর্ঘটনাটি ঘটে বারুইপুর থানার বেলেগাছি এলাকায়। সেখানে শুভ মণ্ডল নামে এক সাইকেল আরোহীকে একটি দ্রুতগতির বাইক সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় চালক। দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন।


আর একই রাতে পরপর একাধিক পথ দুর্ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন