সহজপাঠ ও সনেটগুচ্ছ-এর প্রকাশ ঘিরে কবিতার সন্ধ্যায় মেতে উঠল কলকাতা

সহজপাঠ ও সনেটগুচ্ছ-এর প্রকাশ ঘিরে কবিতার সন্ধ্যায় মেতে উঠল কলকাতা

নিজস্ব প্রতিনিধি | কলকাতার সাহিত্যাঙ্গনে এক অনন্য শিল্পমগ্ন সন্ধ্যার সাক্ষী রইল শহরবাসী। গত ১০ জানুয়ারি ২০২৬ কলকাতার সিএলটি অবন মহলে অনুষ্ঠিত হল কবি পবিত্র গায়েনের কাব্যগ্রন্থ ‘সহজপাঠ ও সনেটগুচ্ছ’-এর আনুষ্ঠানিক প্রকাশ ও কবিতা সন্ধ্যা। অভিযান পাবলিশার্স-এর উদ্যোগে আয়োজিত এই সাহিত্যসন্ধ্যায় কবিতা, আলোচনা ও আবৃত্তির সমন্বয়ে তৈরি হয় এক গভীর ও সংবেদনশীল সাহিত্যিক পরিসর। অনুষ্ঠানের গ্রন্থ প্রকাশ পর্বে কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রবীণ কবি মৃদুল দাশগুপ্ত, গৌতম চৌধুরি, সৈয়দ কওসর জামাল এবং সুব্রত সরকার। মঞ্চে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিযান পাবলিশার্স-এর কর্ণধার মারুফ হোসেন ও কবি পবিত্র গায়েন। এই পর্বে প্রবীণ কবিরা তাঁদের সাহিত্যজীবনের অভিজ্ঞতার আলোকে সমকালীন বাংলা কবিতার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং কবিতার সামাজিক ও মানবিক ভূমিকার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

কবিতা সন্ধ্যার পর্বটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে একাধিক বিশিষ্ট কবি ও সাহিত্যিকের উপস্থিতিতে। কবি সুশীল মন্ডল, মৃনালেন্দু দাশ, তড়িৎ চক্রবর্তী এবং লেখক মৃনাল ভট্টাচার্য্য-সহ বহু সাহিত্যপ্রেমী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত সাহিত্যিক মিলনক্ষেত্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল আবৃত্তি সংস্থা ‘কথা মানবী’-র কবিতা আলেখ্য। মিতা বিশ্বাস, মুগ্ধা দাসগায়েন, পামেলা দে, পাপিয়া দাশগুপ্ত ও বিদিশা পাল—এই পাঁচ শিল্পী কবি পবিত্র গায়েনের ‘সহজপাঠ ও সনেটগুচ্ছ’ থেকে নির্বাচিত কবিতাগুলি আবৃত্তি ও মঞ্চভাষার মাধ্যমে উপস্থাপন করেন। তাঁদের সংবেদনশীল পরিবেশনা শ্রোতাদের গভীরভাবে স্পর্শ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।

বিজ্ঞাপন

সবশেষে আবৃত্তি ব্যান্ড ‘মহুল’-এর পরিবেশনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কবিতা ও কণ্ঠের মেলবন্ধনে তাঁদের পরিবেশনা পুরো সন্ধ্যাকে এক স্মরণীয় শিল্পানুভবে পরিণত করে। সামগ্রিকভাবে, কবি পবিত্র গায়েনের ‘সহজপাঠ ও সনেটগুচ্ছ’-এর গ্রন্থ প্রকাশ ও কবিতা সন্ধ্যা ছিল সমকালীন বাংলা কবিতার একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক সমাবেশ। কবিতা, আলোচনা ও আবৃত্তির মধ্য দিয়ে এই অনুষ্ঠান প্রমাণ করল—আজও বাংলা কবিতা মানুষের মনন ও অনুভূতির গভীরে সমানভাবে প্রাসঙ্গিক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন