সুন্দরবন গৌরব সম্মান ও ফিল্ম ফেস্টিভ্যাল

সুন্দরবন গৌরব সম্মান ও ফিল্ম ফেস্টিভ্যাল


নিজস্ব প্রতিনিধি | মঙ্গলবার রাতে কলকাতা শহীদ সূর্য সেন মঞ্চে শেষ হল পাল ফিল্ম প্রোডাকশনের আয়োজনে তৃতীয় বর্ষ সুন্দরবন গৌরব সম্মান ২০২৬ এবং প্রথম বর্ষ সুন্দরবন ফিল্ম ফেস্টিভ্যাল।এদিন বিভিন্ন বিষয়ে সুন্দরবনের প্রতিভাবানদের হাতে তুলে দেওয়া তৃতীয় বর্ষ সুন্দরবন গৌরব সম্মান।
বিজ্ঞাপন 

শিক্ষায়ন,কবি ও সাহিত্যিক হিসেবে সুন্দরবন গৌরব সম্মান পায় শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক বিবেক পাল।রাজনীতিবিদ এবং সমাজসেবক এ সুন্দরবন গৌরব সম্মান পায় গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ তৃণমূলের তাপস মন্ডল এবং ডিওপি তে পায় অমিত মুখার্জি।এছাড়া সুন্দরবনে ম্যানগ্রোভ গাছ এবং একটি গাছ একটি প্রাণ সচেতনতার উপর সুন্দরবন গৌরব রত্ন সম্মান পায় পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল।

এছাড়া পাল ফিল্ম প্রোডাকশনের আয়োজনে এই মঞ্চে অনুষ্ঠিত হয় প্রথম বর্ষ  সুন্দরবন ফিল্ম ফেস্টিভ্যাল।প্রায় ২৫০ টি শর্ট ফিল্ম এবং মিউজিক গানের অ্যালবাম জমা পড়ে।তার মধ্যে থেকে ৩৩ টি শর্ট ফিল্ম এদিন প্রদর্শিত হয়।এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাল ফিল্ম প্রোডাকশনের কর্ণধার তথা পরিচালক বিশ্বজিৎ পাল এবং টেকনিক্যাল হেড অয়ন রায়,সৃষ্টি  সরকার।এদিনের ফেস্টিভ্যালে বেস্ট তথ্য চিত্র চ্যাপলিন আর্টিস এন্ড ওয়ারিয়র,পরিচালক আবির মজুমদার।
বিজ্ঞাপন 

বেস্ট শিশুদের গানে পুরস্কৃত হয় সংগীত শিল্পী লিপিকা দে।গানের কথা সাতটা ভূতের পিসি,দাঁতে দিতো মিশি।বেস্ট ফিমেল গায়িকা এবং বেস্ট ভক্তিমূলক গানে পুরস্কৃত হয় সংগীত শিল্পী শুক্লা দে।গানের কথা চলরে দিঘা নতুন মন্দিরে এবং নীল আকাশের নীচে।বেস্ট গীতিকার অরুণাভ চ্যাটার্জি,বেস্ট মিউজিক ভিডিও ঢাকেতে পড়ল কাঠি প্রযোজনা রীতা বিশ্বাস,বেস্ট সংলাপ প্রীতম শর্মা শর্ট ফিল্ম মানুষে পুরস্কৃত হয়।বেস্ট চিত্রনাট্য দিলীপ নস্কর শর্ট ফিল্ম শিক্ষার আলো,বেস্ট সম্পদনা অনুপ পাল শর্ট ফিল্ম বৃহন্নালা,এম রাজ শর্ট ফিল্ম মুখোমুখি,বেস্ট ফেস্টিভ্যাল মেনসন শর্ট ফিল্ম শব্দ পরিচালক সৌরভ নায়ক,বেস্ট স্যাইলেন শর্ট ফিল্ম লাইস পরিচালক প্রদীপ পাল,বেস্ট কমেডি শর্ট ফিল্ম খুচরো টু পরিচালক বিক্রম দেব সেনগুপ্ত, বেস্ট সোশ্যাল ম্যাসেজ শর্ট ফিল্ম দর্পণ।
বিজ্ঞাপন 

বিশেষ প্রতিভা পুরস্কৃত হয় বিউটি মন্ডল।ধনদেবী শর্ত রাখতে পারেনি অভাগা ভক্ত বেস্ট ক্রিটিক্স চয়েজ শর্ট ফিল্মে পুরস্কৃত হয়।এই ফিল্মের পরিচালক গালিব আহমেদ।শ্রেষ্ঠ পরিচালকে পুরস্কৃত হয় দেবা মন্ডল শর্ট ফিল্ম উমা বিসর্জন,বাদল সরকার শর্ট ফিল্ম পরিযায়ী।বেস্ট শর্ট ফিল্ম বিন্দু এবং বেস্ট শর্ট ফিল্ম অন ওমেন এম ফায়ার মেন্ট এন্ড সোশ্যাল আওয়ারনেস  নবজন্ম পরিচালক সন্দীপ পাইন।শেষ্ট অভিনেতা ও অভিনেত্রী তে অগ্রদূত গুপ্ত,পার্থ মিত্র,দিলীপ নস্কর,অনামিকা বিশ্বাস,কুসুম সামন্ত,রীতা বিশ্বাস পুরস্কৃত হয়।বেস্ট স্টোরি শর্ট ফিল্ম মুখোমুখি পরিচালক ঋতুরাজ মজুমদার,বেস্ট গায়ক অরুণাভ চ্যাটার্জি গান তোমার বীনা সুরের ধারা পুরস্কৃত হয়।বেস্ট রিলেশন সিপ শর্ট ফিল্ম পরিচালক উপাসক বাগচী।
এছাড়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কৃত হয় বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক বিকাশ ব্যান্নার্জী ও কাজরী মোদক।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট চিত্রগ্রাহক অজয় বরণ দে সহ অভিনেতা অভিনেত্রী পরিচালক সহ বিশিষ্টজনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন