প্রশান্ত সরকারঃ আগামীকাল ৫ জানুয়ারি মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতু নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগর দ্বীপবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
এর মধ্যেই আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ—গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। সেতু নির্মাণের ঘোষণা এবং মেলার সময়সূচি—এই দুই ঘটনা মিলিয়ে সুন্দরবন ও গঙ্গাসাগর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে।
সামনে বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষাপটে গঙ্গাসাগর সেতু প্রকল্পকে ঘিরে রাজ্যের রাজনীতি পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। শাসক দল এই প্রকল্পকে উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরলেও বিরোধীরা বিষয়টি নিয়ে পাল্টা সুর চড়াচ্ছে।
তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের আশা—দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই সেতু দ্রুত বাস্তবায়িত হোক। গঙ্গাসাগর মেলা ও সেতু নির্মাণ—এই দুই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে রাজ্যের রাজনীতিতে যে বড় প্রভাব পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।



