বাবার সাথে পিসির বাড়ীতে ভাই ফোটা নিতে যাচ্ছিল বাবা ও ছেলে। সেই সময় বাসন্তীর সুন্দর বন মোড়ের কাছে দুরঘটনা।গুরুত্বর আহত বাবা ও ছেলে।
দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার বাসন্তী ঝড়খালী রোডে সুন্দর স্কুলের কাছে একটি চাল বোঝাই লরী একটি সাইকেল আরোহী দেব্রবত মাইতি ও তার পুত্র সিদ্ধার্থ মাইতি কে ধাক্কা মারলে গুরুত্বর আহত হয়।
তাদের কে উদ্ধার করে প্রথমে বাসন্তীর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখান থেকে আশংকাজনক জনক ভাবে বাবা ও ছেলে কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ গাড়ি ও চালককে আটক করে।
লরী টি বাসন্তী থেকে ঝড় খালীর দিকে যাচ্ছিল আর সাইকেল নিয়ে বাবা ও ছেলে বাসন্তীর দিকে আসছিল।তাদের দুইজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার বাসন্তী ঝড়খালী রোডে সুন্দর স্কুলের কাছে একটি চাল বোঝাই লরী একটি সাইকেল আরোহী দেব্রবত মাইতি ও তার পুত্র সিদ্ধার্থ মাইতি কে ধাক্কা মারলে গুরুত্বর আহত হয়।
তাদের কে উদ্ধার করে প্রথমে বাসন্তীর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখান থেকে আশংকাজনক জনক ভাবে বাবা ও ছেলে কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ গাড়ি ও চালককে আটক করে।
লরী টি বাসন্তী থেকে ঝড় খালীর দিকে যাচ্ছিল আর সাইকেল নিয়ে বাবা ও ছেলে বাসন্তীর দিকে আসছিল।তাদের দুইজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।