বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: সম্প্রীতির বার্তা ডায়মন্ড হারবার বাসুল ডাঙ্গায় নবি দিবসে শোভাযাত্রায় উপস্থিত অঞ্চল নেতৃত্বদের। রবিবার একদিকে যেমন লক্ষীপূজো অন্যদিকে হজরত মুহাম্মদের ১৪৫১ তম জন্মজয়ন্তী অথাৎ নবি দিবস। নবী দিবস (স:) উপলক্ষে ডায়মন্ড হারবার বাসুল ডাঙ্গায় মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে এলাকার বিভিন্ন মসজিদ থেকে শুভযাত্রা বের করা হয়। সেইমতো এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে চাঁদা মজাদ্দেদিয়া কুরানিয়া মাদ্রাসা ও চাঁদা জামে মসজিদ থেকে একটা শোভাযাত্রা বের করা হয় এটা উপর অঞ্চল পরিক্রমা করে তার পর আবার চাঁদা মজাদ্দেদিয়া কুরআনী মাদ্রাসায় ফিরে আসে,উক্তস্থানে মাদ্রাসার পক্ষ থেকেও তবারক এর ব্যাবস্থা করে ।
শোভাযাত্রায় পা মিলিয়ে দিয়েছিলেন স্থানীয় এলাকার মসজিদ এর ইমাম ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র থেকে শুরু করে এলাকার কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ। এর পাশাপাশি চাঁদা গ্রামের যুব নেতা ও সমাজসেবী আলমগীর মোল্লার উদ্যোগে ও সঙ্গে আরো অন্যান্য সকল যুবকদের সঙ্গে নিয়ে আগত শোভাযাত্রা বের হওয়া মানুষ দের মধ্যে ছোলা সহ জলছত্রের ব্যাবস্থা করা হয়। এই মহান উদ্যোগে কে আগত শোভাযাত্রা বের হওয়া মানুষ জন সাধুবাদ জানান। বিশিষ্ঠ সমাজসেবী আলমগীর মোল্লা জানান আমাদের নবী মোহাম্মদ (স:) বিশ্ববাসীর জন্য শান্তির দূত ছিলেন। তাই আমরা আজকের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে এসে সুস্থতা কামনা ও মনুষ্যত্বের হাত বাড়িয়ে দিলাম,এবং দেশের সম্প্রীতি ঐক্যের সাথে যেনো সারা ভারতবাসী কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য।